Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মউ-এর প্রস্তুতি কুমিল্লার সঙ্গেও

ফিনল্যান্ডের ভাসা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ওই বিষয়ে শুরু হয়ে গিয়েছে অভ্যন্তরীণ প্রস্তুতিও। 

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০২:৪৩
Share: Save:

ফিনল্যান্ডের ভাসা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ওই বিষয়ে শুরু হয়ে গিয়েছে অভ্যন্তরীণ প্রস্তুতিও।

বিশ্ববিদ্যালয় সূত্রেই জানা গিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কর্তারা। তার ভিত্তিতে জানুয়ারি মাসে কোচবিহার সফরে আসতে পারেন বাংলাদেশের ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সফরের পরে বাংলাদেশে যাওয়ার কথা কোচবিহার বিশ্ববিদ্যালয়ের কর্তাদের। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মউ সই করার রূপরেখা তৈরি করা হবে। পরিচালন সমিতির বৈঠকে অনুমোদনের পরেই অবশ্য চূড়ান্ত রুপরেখা করা হবে। তার ভিত্তিতেই দুই দেশের দু’টি বিশ্ববিদ্যালয়ের গাঁটছড়া হতে পারে।

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “ইতিবাচক প্রাথমিক আলোচনা হয়েছে। জানুয়ারিতে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কোচবিহারে আসার কথা রয়েছে।” তিনি জানিয়েছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামগ্রিক বিভিন্ন বিষয়ে মউ স্বাক্ষরের সম্ভবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওই উদ্যোগে খুশি শিক্ষামহলের অনেকেই। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর হলে আগ্রহী ছাত্র-ছাত্রী, শিক্ষকদের পারস্পরিক পঠনপাঠন, ক্লাস নেওয়ার সুযোগ থাকবে। বিশেষ কোর্সে দু’টি বিশ্ববিদ্যালয়ে ‘ক্রেডিট ট্রান্সফার’ করার সুযোগ রাখার ব্যাপারেও আলোচনা দরকার। সে ক্ষেত্রে সময় নষ্ট না করেও একটি পাঠক্রমের একটি সেমেস্টারের পড়াশোনা, পরীক্ষা অন্য বিশ্ববিদ্যালয় থেকে দেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। সে ক্ষেত্রে দুই দেশের ছাত্র-ছাত্রীদের কাছে আন্তর্জাতিক আদানপ্রদানের সুযোগ বাড়বে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের খবর, ওই সুযোগ বাড়াতেই ফিনল্যান্ডের ভাসা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ঘুরে এসেছেন উপাচার্য। ডিসেম্বরের মধ্যে সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরও কোচবিহারে আসার কথা। ইকনমিক্স, কমার্স, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের মত একাধিক বিষয়ে পারস্পরিক মত বিনিময়ে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তারা প্রাথমিক আলোচনাতেও জোর দেন। ভাশা বিশ্ববিদ্যালয়ের তরফেও ধর্ম, লোকসংস্কৃতি, গৌতম বুদ্ধ বিষয়ক পড়াশোনায় আগ্রহের কথা জানানো হয়। ওই বিষয়ে তাই তিন মাসের সার্টিফিকেট কোর্স চালুর কথা ভাবছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কর্তারা। তার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওই ‘বার্তা’ বাড়তি পাওনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panchanan Barma University Comilla University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE