Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রার্থী বাছা নিয়ে রক্ত মানিকচকে

মানিকচক ব্লকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ব্লক সভাপতি সাবিত্রী মিত্রের সঙ্গে জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের বিরোধ রয়েছে।

মারামারি: তখন গোলমাল চরমে। নিজস্ব চিত্র

মারামারি: তখন গোলমাল চরমে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৩:১৩
Share: Save:

কালিয়াচকের পর এ বার প্রার্থী বাছাই নিয়ে রক্ত ঝরল মালদহেরই মানিকচকে। মঙ্গলবার বিকেলে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলেরই দু’গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মানিকচক থানার জালালপুর গ্রাম। এই গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধানের স্বামী সহ আহত হয়েছেন দু’পক্ষের মোট পাঁচ জন। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পাঁচ জনই চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতালে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ হয়নি বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, লিখিত কোনও অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মানিকচক ব্লকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ব্লক সভাপতি সাবিত্রী মিত্রের সঙ্গে জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের বিরোধ রয়েছে। সাবিত্রী বলেন, “সাকিলা দলের বিদায়ী প্রধান। তাই প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। এ দিনের ঘটনায় পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” গৌরবাবু বলেন, “বিদায়ী প্রধান সাকিলা বিবিকে গ্রামের মানুষ চাইছেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manikchak Group Clash TMC Wounded
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE