Advertisement
২০ এপ্রিল ২০২৪

পুলিশ কড়া হতেই রণে ভঙ্গ বাইক বাহিনীর

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এ দিন ব্লকে ব্লকে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তা, কর্মীদের নিয়ে বিজয় সঙ্কল্প বাইক র‍্যালি কর্মসূচি ছিল।

প্রতিরোধ: বালুরঘাটের হিলি মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। রবিবার। নিজস্ব চিত্র

প্রতিরোধ: বালুরঘাটের হিলি মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। রবিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৫:২১
Share: Save:

বিজেপির বিজয় সঙ্কল্প বাইক র‍্যালি ঘিরে রবিবার দুপুরে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার শহরের নেতাজি মোড়ে। বিশাল পুলিশ বাহিনী সেখানে বাইক র‍্যালি আটকে দেয়। প্রতিবাদে নেতাজি মোড়েই ধর্নায় বসেন বিজেপি কর্মীরা। পুলিশও সেখানে দাঁড়িয়ে থাকে। শেষপর্যন্ত রণে ভঙ্গ দেন বিজেপি কর্মীরা। পুলিশ জানিয়েছে, বাইক র‍্যালির কোনও অনুমতি না থাকাতেই তা আটকে দেওয়া হয়েছে। এদিকে, পুরাতন মালদহের আদিনা স্টেশন এলাকাতেও বিজেপির বাইক র‍্যালিকে আটকানোর অভিযোগ তোলে বিজেপি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এ দিন ব্লকে ব্লকে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তা, কর্মীদের নিয়ে বিজয় সঙ্কল্প বাইক র‍্যালি কর্মসূচি ছিল। বেলা ১১টা নাগাদ বিজেপির জেলা কার্যালয় থেকে ৭০-৮০ জনের একটি বাইক র‍্যালি নেতাজি মোড় দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে আগে থেকেই ডিএসপির (সদর) নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। পুলিশ ওই বাইক র‍্যালি আটকে দেয়। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের। একসময় ধস্তাধস্তি বাধে দু’পক্ষের মধ্যে। প্রতিবাদে বিজেপি কর্মীরা সেখানেই রাস্তার উপর ধর্না বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ চলার পর পুলিশ তা তুলতে গেলে বিজেপি কর্মীরা নিজেরাই রণে ভঙ্গ দিয়ে এলাকা ছেড়ে চলে যান।

এ দিন বড়সড় বাইক র‍্যালি হয়েছে হবিবপুর ব্লকে। হরিশ্চন্দ্রপুর, গাজল প্রভৃতি ব্লকেও বাইক র‍্যালি হয়েছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন, ‘‘আমরা প্রশাসনিক ভাবে আবেদন করলেও পুলিশ জেলার কোনও ব্লকে র‍্যালির অনুমতি দেয়নি। বাধ্য হয়ে অনুমতি ছাড়াই র‍্যালি করতে হয়েছে।’’ জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘বিজেপি কোনও অনুমতি নেয়নি। এ ছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অনুমতি দেওয়া সম্ভব ছিল না। বিজেপির অভিযোগ ঠিক নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Bike Rally Unrest Situation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE