Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রতিবাদীকে গ্রেফতারের অভিযোগ

পুলিশের অবশ্য দাবি, ওই শিক্ষকের কাছে একটি আগ্নেয়াস্ত্র মেলাতেই তাঁকে গ্রেফতার করা হয়৷ নির্দোষ প্রমাণ হলে অবশ্যই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

শিক্ষক রুপন দাস

শিক্ষক রুপন দাস

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ০৭:৪৪
Share: Save:

এলাকায় মদ-জুয়ার প্রতিবাদ করায়, বন্দুকের বাট দিয়ে শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতী বিরুদ্ধে৷ ঘটনার পরে সেই শিক্ষকই গ্রেফতার হওয়ায় সরব হলেন বাসিন্দারা৷ আলিপুরদুয়ার সোনাপুর এলাকায় এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ৷ পুলিশের অবশ্য দাবি, ওই শিক্ষকের কাছে একটি আগ্নেয়াস্ত্র মেলাতেই তাঁকে গ্রেফতার করা হয়৷ নির্দোষ প্রমাণ হলে অবশ্যই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম রুপন দাস৷ বাড়ি আলিপুরদুয়ার ১নম্বর ব্লকের সোনাপুরে৷ শিক্ষকতার পাশাপাশি তিনি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনও চালান৷ রুপনের অভিযোগ, এলাকায় মদ ও জুয়ার বিরুদ্ধে একাধিক বার প্রতিবাদ করেছেন তিনি৷ গত রবিবার তাঁর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় কয়েকজন দুষ্কৃতী৷ সোমবার বিষয়টি নিয়ে তিনি পুলিশে অভিযোগ করেন৷

রুপনের অভিযোগ, ‘‘এর জেরে এ দিন বেলার দিকে ওই দুষ্কৃতীরা ফের আমার বাড়িতে চড়াও হয়৷ আমাকে ঘর থেকে টেনে রাস্তায় বার করে নিয়ে বেধরক মারতে শুরু করে৷ বন্দুকের বাট দিয়ে মারলে আমার মাথা ফেটে যায়৷ আমি জ্ঞান হারাই৷’’

রুপনের তুতো দাদা অসীম দাসের অভিযোগ, ‘‘রুপনকে বাঁচাতে ছুটে গেলে দুষ্কৃতীরা আমাকেও মারধর করে৷ বন্দুকের বাট দিয়ে মারের পর রুপন অজ্ঞান হয়ে গেলে তাঁর পাশে বন্দুকটি রেখে আমাদের দু’জনকেই ওরা অস্ত্র আইনে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়৷ ওঁকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে পুলিশ গ্রেফতার করে হাসপাতালেরই পুলিশ সেলে পাঠিয়ে দেয়৷’’ আলিপুরদুয়ারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা রাতুল বিশ্বাস বলেন, ‘‘যে প্রতিবাদ করল, তাকেই পুলিশের গ্রেফতার করাটা দুঃখজনক৷ আমরা চাই প্রকৃত দোষীদের গ্রেফতার করা হোক৷’’

তবে এই দাবি মানেননি আলিপুরদুয়ারের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘নিজেকে সমাজসেবী বলে দাবি করলেও, কোমরে বন্দুক রেখে এলাকায় দাপিয়ে বেড়াতো ওই শিক্ষক৷ তাই এলাকার মানুষেরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন৷’’

আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, ‘‘সোনাপুরে একটি মারামারির ঘটনা ঘটেছে৷ সেই ঘটনাতেই একজনকে গ্রেফতার করা হয়েছে৷ তার কাছে একটি অস্ত্রও মিলেছে৷ তদন্তে যদি দেখা যায় তিনি নির্দোষ, তবে অবশ্যই ছাড়া পাবেন৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE