Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ভোটের মুখে বদলি পুলিশে

শিলিগুড়ির এসিপি, ডিএসপি পদ মর্যাদার অফিসারদের মধ্যে অচিন্ত্য গুপ্ত দার্জিলিং জেলার সমতলের ডিএসপি হচ্ছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৫৫
Share: Save:

ভোটের আগে বদলি করা হল উত্তরবঙ্গের ডিএসপি পদমর্যাদার এবং ইন্সপেক্টর পদের একাধিক অফিসারকে। পুলিশ সূত্রে খবর, একই জেলায় তিন বছরের বেশি কর্মরত থাকা বা নিজের বাড়ির জেলায় থাকা অফিসারদের বদলি করা হয়েছে। পুরো প্রক্রিয়াটাই নির্বাচন কমিশনের নির্দেশে করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। বদলি হয়েছেন ২০ জন ডিএসপি এবং ৩৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার।

শিলিগুড়ির এসিপি, ডিএসপি পদ মর্যাদার অফিসারদের মধ্যে অচিন্ত্য গুপ্ত দার্জিলিং জেলার সমতলের ডিএসপি হচ্ছেন। উদয় তামাং শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছেন। দেবাশিস ঘোষ আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি আসছেন। রাহুল পান্ডে দার্জিলিং সদর থেকে দার্জিলিং টাউন হচ্ছেন। প্রবীর মণ্ডল দার্জিলিংয়ের সমতলের ডিএসপি থেকে কমিশনারেটে আসছেন। মানিক লোধ আলিপুরদুয়ার যাচ্ছেন।

ইন্সপেক্টর পদমর্যাদার মধ্যে আইসি ভক্তিনগর শান্তনু সরকার শিলিগুড়ির রেল পুলিশে যাচ্ছেন। আইসি প্রধাননগর জয়দীপ ঘোষ রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে বদলি হয়েছেন। পুরুলিয়ার ডিইবি ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষ আইসি প্রধাননগর পদে আসছেন। কমিশনারেটের সঞ্জয় টুঙ্গা আইসি ভক্তিনগর হচ্ছেন।

এ ছাড়াও কমিশনারেট থেকে সঞ্জয় ঘোষ সিআই রতুয়া, দেবাশিস বসু সিআই তুফানগঞ্জ হচ্ছেন। এছাড়া দার্জিলিংয়ের সিআই কল্যাণ গুরু কোর্ট ইনস্পেক্টর তুফানগঞ্জ হচ্ছেন।

আলিপুরদুয়ার থানার আইসি জয়দেব ঘোষকে বদলি করা হয়েছে। তাঁকে মালদহ ডিআইবি (এমটিএফ)-র ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। আলিপুরদুয়ার থানার নতুন আইসি হচ্ছেন ডিআইবি (এমটিএফ)-র ইন্সপেক্টর রবিন থাপা।

ভোটের মুখে বদলি করা হয়েছে গৌড়বঙ্গের মালদহ ও দুই দিনাজপুরের একাধিক থানার আইসিদেরও। দক্ষিণ দিনাজপুরের এক ডিএসপি পদমর্যাদার অফিসারকেও বদলি করা হয়েছে। তিন জেলার মধ্যে মালদহ জেলাতেই বদলির সংখ্যা বেশি।

মালদহের ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুকে বদলি করা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। তাঁর জায়গায় আসছেন সিআইডি থেকে শান্তনু মিত্র। কালিয়াচক থানার আইসি সুমন চট্টোপাধ্যায়কে বদলি করা হয়েছে এডিপিসির ইন্সপেক্টর পদে। কালিয়াচক থানায় আসছেন আশিস দাস, তিনি ডায়মন্ডহারবারের ডিআইবিতে কর্মরত ছিলেন। মালদহের ডিআইবি ইন্সপেক্টর রবিন থাপা আলিপুরদুয়ারের আইসি হচ্ছেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাসকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। হরিশ্চন্দ্রপুর থানায় দায়িত্বে আসছেন এডিপিসি থেকে সঞ্জয়কুমার দাস। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সঞ্জয় ঘোষকে রতুয়ার সিআই করা হয়েছে।

এ দিকে দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি (ট্রেনিং) অমিত পালকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এসিপি করা হয়েছে এবং ওই পদ থেকে উদয়কুমার তামাং দক্ষিণ দিনাজপুরের ডিএসপি হচ্ছেন। হাওড়া জিআরপি থেকে শ্রীমন্ত কুমার বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ থানার আইসি হচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WBP West Bengal Police Lok Sabha Election 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE