Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ঢুকতে না দেওয়ায় হাতে কামড় পুলিশের কর্মীকে

প্রসূতি বিভাগের ভিতরে ঢুকতে না দেওয়ায় এক পুলিশকর্মীর হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠল রোগীর এক আত্মীয়ের বিরুদ্ধে।

অঘটন:  পুলিশকর্মীর হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠল রোগীর এক আত্মীয়। —নিজস্ব চিত্র।

অঘটন: পুলিশকর্মীর হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠল রোগীর এক আত্মীয়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০১:১৯
Share: Save:

প্রসূতি বিভাগের ভিতরে ঢুকতে না দেওয়ায় এক পুলিশকর্মীর হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠল রোগীর এক আত্মীয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ শিলিগুড়ি জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। শিলিগুড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এ দিন হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ পাসোয়ান। শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় তাঁর বাড়ি। ঘটনার পর জেলা হাসপাতালের নিরপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয় পরিজনেরা। ধৃত বিকাশের স্ত্রী সুমিত্রাদেবী হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি। তাঁর স্ত্রীর সম্প্রতি পুত্র সন্তান হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে প্রসূতির সঙ্গে দেখা করা নিয়েই গোলমালের সূত্রপাত্র। সকালে ১১-১২টা অবধি বিভাগে রোগীর আত্মীয়েরা যেতে পারেন।

হাসপাতাল সূত্রের খবর, ১২টা বেজে যাওয়ার পরে গিয়ে বিকাশ হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকতে চান। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মীরা তাঁকে বাধা দেন। এরপরই উত্তেজিত হয়ে বিকাশ নিরপত্তাকর্মীদের উপরে চড়াও হন বলে অভিযোগ। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন, বারবার নিষেধ করলেও ওই ব্যক্তি ঢুকতে চান। গত কদিন ধরেই তিনি প্রসূতি বিভাগে ঢোকা বার হওয়া নিয়ে ঝামেলা করছিলেন। বাধ্য হয়ে হাসপাতাল চত্বরে থাকা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ কনস্টেবল বিনীত লামা আসেন। অভিযুক্তকে প্রসূতি বিভাগের বাইরে থেকে বার করতে গেলে ওই পুলিশকর্মীর বাঁ হাতে বিকাশ কামড়ে দেন বলে অভিযোগ। হাত রক্তাক্ত হয়ে যায়। বিনীতবাবুকে শিলিগুড়ি হাসপাতলেই প্রাথমিক চিকিৎসা করানো হয়। এর পরেই থানা থেকে পুলিশ এসে বিকাশকে গ্রেফতার করেছে।

বিকাশের মা মালোদেবী পাসোয়ান বলেন, ‘‘গত রবিবার থেকে পুত্রবধূ সুমিত্রা হাসপাতালের প্রসূতি বিভাগেই ভর্তি রয়েছেন। ছেলেকে দেখার জন্য বিকাশ ভুল করে ফেলেছে।’’

হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল অবশ্য বলেন, ‘‘নিরপত্তা কর্মীরা যাতে বাইরের কাউকে পরিচয়পত্র ছাড়া ঢুকতে না দেন, তা বলে দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Siliguri Hospital Woman Bite Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE