Advertisement
২০ এপ্রিল ২০২৪

জেই-তে যুবক মৃত বালুরঘাটে

বালুরঘাটের চকভৃগুর ডাকরা এলাকার বাসিন্দা তন্ময় রায়চৌধুরী (২৭) গত শনিবার জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হন। বুধবার দুপুর ১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

আক্রান্ত: বালুরঘাট হাসপাতালে জ্বরের রোগী। ছবি: অমিত মোহান্ত

আক্রান্ত: বালুরঘাট হাসপাতালে জ্বরের রোগী। ছবি: অমিত মোহান্ত

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৭
Share: Save:

বন্যার জল নেমে যাওয়ার পরেই থাবা বসালো এনসেফ্যালাইটিস। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে জাপানি এনসেফেল্যাইটিসে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অজানা জ্বরে মৃত্যু হয়েছে আরও দু’জনের। গত তিন দিনে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ জনেরও বেশি। এদের মধ্যে ২ জন ডেঙ্গিতে আক্রান্ত।

বালুরঘাটের চকভৃগুর ডাকরা এলাকার বাসিন্দা তন্ময় রায়চৌধুরী (২৭) গত শনিবার জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হন। বুধবার দুপুর ১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তন্ময়ের রক্ত পরীক্ষার রিপোর্টে জাপানি এনসেফ্যালাইটিস ধরা পড়েছিল। মাত্র ৬ মাস আগে তাঁর বাবার মৃত্যু হয়। মা এবং এক বিধবা দিদিকে নিয়ে অসহায় তন্ময়কে জেলাপুলিশ অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ দেওয়া হয়। খুব তাড়াতাড়ি চাকরি পাকা হয়ে যাওয়ারও কথা ছিল। তাঁর অকালমৃত্যুর খবর সইতে পারেননি দিদি। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ দিন বিকেল নাগাদ বালুরঘাট হাসপাতালে জ্বরে আক্রান্ত শহরের উত্তর চকভবানি এলাকার বাসিন্দা ব্রহ্মানন্দ সরকার (৪৫) এবং কুমারগঞ্জের বাসন্তী এলাকার সানি মুর্মু (৫০) নামে এক মহিলারও মৃত্যু হয়। ব্রহ্মানন্দবাবু বালুরঘাটের খিদিরপুর হাইস্কুলের কর্মী। এ দিন সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সানিদেবীর রক্তের রিপোর্ট এখনও মেলেনি। গত মাসে তপনের বাসিন্দা অর্জুন কিস্কু (৪২) জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মারা যান।

পুরপ্রধান রাজেন শীল জানান, রোগ সচেতনতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শহরে নিয়মিত সাফাই ও মশা নিধনে তেল ছড়ানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE