Advertisement
২০ এপ্রিল ২০২৪

রোপওয়ে করবে জিটিএ

পাহাড়ের পর্যটন বিকাশের লক্ষ্যে তিন মহকুমা জুড়ে চারটি রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) কর্তৃপক্ষ। জিটিএ সূত্রের খবর, প্রতিটি রোপওয়ের প্রকল্পই ‘পিপিপি’ মডেলে তৈরি করা হবে। শুধুমাত্র রোপওয়ে নয়, যে এলাকায় রোপওয়ে বসানো হবে সেখানে পর্যটন কেন্দ্রও গড়া হবে। কলকাতার দুটি সংস্থা তিনটি মহকুমায় ওই চারটি রোপওয়ে তৈরির কাজ করবে।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ০১:৪০
Share: Save:

পাহাড়ের পর্যটন বিকাশের লক্ষ্যে তিন মহকুমা জুড়ে চারটি রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) কর্তৃপক্ষ। জিটিএ সূত্রের খবর, প্রতিটি রোপওয়ের প্রকল্পই ‘পিপিপি’ মডেলে তৈরি করা হবে। শুধুমাত্র রোপওয়ে নয়, যে এলাকায় রোপওয়ে বসানো হবে সেখানে পর্যটন কেন্দ্রও গড়া হবে। কলকাতার দুটি সংস্থা তিনটি মহকুমায় ওই চারটি রোপওয়ে তৈরির কাজ করবে। জিটিএ, কেন্দ্রীয় সরকার এবং বেসরকারি সংস্থা দুটি মিলিয়ে মোট ৫২ কোটি টাকা খরচ করে রোপওয়ে সার্ভিস প্রকল্পগুলি তৈরি হবে। ঠিক হয়েছে, প্রকল্পগুলির লাভের অংশ থেকে ৭৪ অংশ যাবে জিটিএ-র ঘরে বাকিটা বেসরকারি সংস্থাগুলি পাবে।

জিটিএ-র পর্যটন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর সোনাম ভুটিয়া বলেন, “মোট চারটি রোপওয়ে তৈরি হবে। এর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। বিভিন্ন দফতরের সার্টিফিকেট এবং পরিবেশের ছাড়পত্র কিছুদিনের মধ্যে মিলবে বলে মনে হচ্ছে। তার পরেই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।”

প্রশাসনিক সূত্রের খবর, দার্জিলিং মহকুমার গোখ থেকে টাকভর অবধি ১৮৯০ মিটার এবং বাতাসিয়া থেকে রক গার্ডেন অবধি ১২৫০ মিটারের দুটি রোপওয়ে তৈরি হবে। কার্শিয়াং মহকুমার জগদম্বা মন্দির থেকে রোহিণী লেকের ধার অবধি ৮৪০ মিটার এবং কালিম্পং রেলি থেকে ডেলো অবধি ৪৩৮০ মিটারের রোপওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। জিটিএর পর্যটন দফতরের অফিসারেরা জানান, রোপওয়ে শুধু চড়াই নয়, ‘এরিয়াল ভিউ’ থেকে পাহাড়, চা বাগান, কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য্য পর্যটকেরা উপভোগ করতে পারবেন। কালিম্পঙের ক্ষেত্রে বাড়তি পাওয়া রেলি নদী।

জিটিএ পর্যটন দফতরের সহকারি বাস্তুকার নয়ন রাই জানান, প্রকল্পগুলির কাজ শুরু দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। বন দফতর এবং পরিবেশের ছাড়পত্রের জন্য আমরা অপেক্ষা করছি। তা হাতে পাওয়া মাত্রই কাজ শুরু হয়ে যাবে। সেই সময়ই ঠিক কবের মধ্যে কাজ শেষ করা হবে তা ঠিক করা হবে। বাতাসিয়া-রক গার্ডেনের জন্য রাজ্যের বন দফতরের অনুমতি নেওয়া হচ্ছে। কিন্তু গোখ থেকে টাকভারের জন্য সিকিম সরকারের একটি ছাড়পত্র দরকার।

কারণ, দুই রাজ্যের সীমানার ৫ কিলোমিটারের মধ্যে ওই রোপওয়েটি হবে। রোহিণীর জন্য একটি চা বাগান কর্তৃপক্ষ এবং ডেলো’র প্রকল্পটির জন্য বেসরকারি জমির মালিকদের থেকে ‘এনওসি’ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি, পরিবেশ মন্ত্রক থেকে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। জিটিএ-র অফিসারেরা জানান, ৫২ কোটি টাকার প্রকল্পের মধ্যে ২৫ শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেবে। আরও ২৫ শতাংশ ঋণ হিসাবে নেওয়া হবে। বাকি প্রকল্পের টাকা জিটিএ এবং বেসরকারি সংস্থাগুলি বহণ করবে।

বর্তমানে দার্জিলিং শহরের সিংমারি এলাকায় শৈলশহরের একমাত্র রোপওয়ে সার্ভিসটি রয়েছে। পর্যটক মহলে তা খুবই জনপ্রিয়। রাজ্য বন উন্নয়ন নিগম এবং একটি বেসরকারি সংস্থা যৌথভাবে সিংমারি থেকে টাকভর অবধি (২১৩৪ মিটার) রোপওয়েটি চালায়। ২০০৩ সালে অক্টোবর রোপওয়ের দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। দীর্ঘদিন তা বন্ধ থাকে। রক্ষনাবেক্ষণের প্রশ্নও ওঠে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে নতুন করে ফের রোপওয়েটি চালু হয়েছে। পাহাড় এবং সমতলের পর্যটন ব্যবসায়ী জানানা, পাহাড়ি যে কোনও এলাকায় রোপওয়ে ব্যবস্থা পর্যটনে বাড়তি আকর্ষণ বাড়ায়। চারটি নতুন রোপওয়ে হয়ে পাহাড়ের আরও আকর্ষণ বাড়বে। তবে সব সময়ই মেরামত, সুরক্ষা এবং রক্ষনাবেক্ষণে জোর দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ropeway darjeeling gta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE