Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শ্লীলতাহানির প্রতিবাদ, স্বামীকে মার

শিবরাত্রির মেলায় কয়েকজন যুবক স্ত্রীর শ্লীলতাহানি করায় প্রতিবাদ করেছিলেন স্বামী। তার জেরে স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের জেলা সভাপতি তথা কাউন্সিলার অম্লান ভাদুড়ির বিরুদ্ধে। অভিযুক্তরা তাঁর ঘনিষ্ঠ বলে খবর। রবিবার রাতের ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৯
Share: Save:

শিবরাত্রির মেলায় কয়েকজন যুবক স্ত্রীর শ্লীলতাহানি করায় প্রতিবাদ করেছিলেন স্বামী। তার জেরে স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের জেলা সভাপতি তথা কাউন্সিলার অম্লান ভাদুড়ির বিরুদ্ধে। অভিযুক্তরা তাঁর ঘনিষ্ঠ বলে খবর। রবিবার রাতের ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা। অম্লানবাবু অবশ্য দাবি করেছেন, ওই সময় ঘটনাস্থলেই ছিলেন না তিনি। অম্লানবাবুর উদ্যোগেই প্রতিবছর শিবরাত্রিতে ইংরেজবাজার পুরসভার সদরঘাট এলাকায় ওই মেলা বসে। রাত সাড়ে ন’টা নাগাদ স্বামীর সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের পুড়াটুলির বাসিন্দা ওই বধূ। মেলার মধ্যে বেশ কয়েকজন যুবক প্রথমে ওই মহিলাকে ধাক্কা দেন বলে অভিযোগ। বধূর হাত ধরে টানাটানি শুরু করেন। মহিলার স্বামী প্রতিবাদ করলে যুবকরা তাঁর উপর চড়াও হয়। অভিযুক্তরা নিজেদের যুব তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠ বলেও দাবি করেন। মহিলা বলেন, “এর পরে আমাদের ওর্য়াডের কাউন্সিলর অম্লান ভাদুড়ি গিয়ে আমার স্বামীকে গালিগালাজ করে মারধর শুরু করেন। স্বামীকে ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে আসি। থানায় অভিযোগ করেছি।” যদিও অম্লানবাবুর দাবি,“রাতে বাড়িতেই ছিলাম না। সামনে পুরভোট আসছে, তাই আমাকে বদনাম করার জন্য এমন মিথ্যে অভিযোগ করা হচ্ছে।” রাজ্যের মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে অভিযোগ হয়ে থাকলে পুলিশ পুলিশের কাজ করবে।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, “মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

molestation husband beaten up malda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE