Advertisement
১৭ এপ্রিল ২০২৪

হাইকোর্টের প্রতিনিধি দল আজ শিলিগুড়িতে

মহকুমা আদালত পরিদর্শনে আজ শনিবার শিলিগুড়িতে আসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর-সহ ৫ বিচারপতির প্রতিনিধি দল। সকালে আদালত পরিদর্শন সেরে বিকেলেই তাঁদের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। প্রশাসনিক সূত্রে প্রতিনিধি দলের আদালত পরিদর্শনের সূচি থাকলেও, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সঙ্গেও বিচারপতিদের প্রতিনিধি দল বৈঠকে বসার সম্ভাবনাও রয়েছে বলে অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৫ ০২:৩০
Share: Save:

মহকুমা আদালত পরিদর্শনে আজ শনিবার শিলিগুড়িতে আসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর-সহ ৫ বিচারপতির প্রতিনিধি দল। সকালে আদালত পরিদর্শন সেরে বিকেলেই তাঁদের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। প্রশাসনিক সূত্রে প্রতিনিধি দলের আদালত পরিদর্শনের সূচি থাকলেও, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সঙ্গেও বিচারপতিদের প্রতিনিধি দল বৈঠকে বসার সম্ভাবনাও রয়েছে বলে অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়।

এক মাসের বেশি সময় ধরে শিলিগুড়ি আদালতে আইনজীবীরা কর্মবিরতি চালাচ্ছেন। বর্তমানের মহকুমা আদালত চত্বরেই দ্রুত স্থায়ী আদালত ভবন তৈরি এবং ভক্তিনগর থানা এলাকাকে শিলিগুড়ি আদালতের বিচারবিভাগীয় এক্তিয়ারে অর্ন্তভুক্তির দাবিতে গত ৮ ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু করে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। কর্মবিরতির জেরে বিচারপ্রার্থীদের প্রতিদিন আদালতে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। এ দিন হাইকোর্টের প্রতিনিধিদলের সঙ্গে সেই দাবি নিয়ে আলোচনা হতে পারে বলে বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর।

এ দিন সকালে দার্জিলিং মেলে প্রতিনিধি দল আসবেন বলে জানানো হয়েছে। বার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, হাইকোর্টের বিচারপতিদের দল শিলিগুড়ি আদালতে এলে, তাঁদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন দে বলেন, “হাইকোর্টের প্রশাসনের তরফে আমাদের আশ্বাস দিয়ে জানানো হয়েছিল, প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিনিধি দল শিলিগুড়িতে এলে আমাদের সঙ্গে আলোচনায় বসবেন। আশা করছি আজ প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে আমাদের সদর্থক আলোচনা হবে। আমাদের দাবি-দাওয়া বিচারপতিদের কাছে যথাযথ ভাবে তুলে ধরতে পারব বলেই মনে হচ্ছে।”

কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আগামী ১২ জানুয়ারি ফের বৈঠকে বসছে বার অ্যাসোসিয়েশন। তার আগে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে ‘সদর্থক’ আলোচনা হলে কর্মবিরতি তুলে নেওয়া হতে পারে বলে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশ মনে করছেন। গত বৃহস্পতিবার আদালতে গিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। প্রধান বিচারপতির সঙ্গে বারের প্রতিনিধি দল দেখা করতে গেলে, তিনিও সেই দলে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এ দিন সাংসদ বলেন, “বার অ্যাসোসিয়েশন আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছি। যদিও বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বিচারপতিদের দল আলোচনায় বসেন, তবে আমি অবশ্যই আলোচনায় যোগ দেব।”

অন্যদিকে, স্বাস্থ্য ক্ষেত্রে অবহেলার স্বীকার হলে কীভাবে রুখে দাঁড়াতে হবে তা নিয়ে শনিবারই আলোচনা সভা রয়েছে সুকনার একটি বেসরকারি আইন কলেজে। কলেজের পরিচালনা সংস্থার চেয়ারম্যান জয়জিৎ চৌধুরী শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি সেই সভায় থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chief justice high court manjula chellur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE