সৌমিত্র কুণ্ডু
কেন ক্যামেরা বসাতে হল? অনেকেই বলছেন, স্পর্শকাতর কেন্দ্রগুলোতেই সিসিটিভি বসানোর কথা। সেই তালিকায় ওই স্কুলটি ছিল না। তা হলে হঠাৎ করে কেন স্কুলে সিসিটিভি বসানো হল?
নিজস্ব সংবাদদাতা
মালদহের সামসির বৈদ্যনাথপুর হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে বুধবার ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সামসি হাসপাতালে ভর্তি হওয়ার পর ঘন্টাখানেক বাদে ওই পরীক্ষার্থীর জ্ঞান ফিরেছে। যদিও পরীক্ষাকেন্দ্রের ভিতরে কিভাবে এমন ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পার্থ চক্রবর্তী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রাজীব দাস (১৬)। জখম পরীক্ষার্থী রাজিবুল আলম। তাদের দু’জনেরই বাড়ি পশ্চিম দেওগাঁ এলাকায়। দেওগাঁ হাই স্কুলের এই দুই ছাত্রের পরীক্ষার সিট পড়েছিল ময়রাডাঙা গোপ্পু মেমোরিয়াল হাইস্কুলে।
অরুণাংশু মৈত্র
বুধবার বেলার দিকে মোটরবাইক দুর্ঘটনায় রাজীবের মর্মান্তিক পরিণতির পর গোটা পশ্চিম দেওগাঁ এলাকাতেই এখন শোকের ছায়া। ওই এলাকায় বাড়ি রাজীবের। বাবা কৃষক। বাড়িতে তিনি ছাড়াও মা এবং এক দিদি রয়েছেন রাজীবের।
নিজস্ব প্রতিবেদন
প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে, মোথাবাড়ি হাই স্কুলে কালিয়াচক ২ ব্লকেরই বাঙিটোলা হাই স্কুল, বালুয়াচরা হাই স্কুল ও যুগলতলা হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র পড়েছিল। সূত্রে খবর, গোলমালের সূত্রপাত প্রথম দিন থেকেই। স্কুল কর্তৃপক্ষ প্রথম দিনই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রচুর মোবাইল উদ্ধার করেন।
অনির্বাণ রায়
এ দিন বললেন, ‘‘ওঁর কথাগুলোই স্মৃতি। আজ যদি বেঁচে থাকতেন জওয়ানদের মৃত্যুর খবর শুনে অস্থির হয়ে উঠতেন। কিন্তু দেশপ্রেমের নামে নিজের দেশের লোকেদের হুমকি দেওয়া, ভয় দেখানো দেখে কষ্ট পেতেন।”
মহেন্দ্র দেবনাথ (জেল খেটেছেন ভাষা আন্দোলনে)
ছোট ছোট সভা-মিটিং শুরু হল। এই করতে একদিন আমরা ঠিক করলাম বড় মিছিল হবে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমরা টাঙ্গাইলের গোপালপুর থেকে রওনা হলাম নন্দনপুরের নেতৃত্বে। হাজার হাজার মানুষ মিছিলে পা মেলাল।
অর্জুন ভট্টাচার্য
রাজগঞ্জ থানার করতোয়া অঞ্চলে এই চা কারখানাটিতে প্রায় ছ’মাস ধরে স্থানীয় আইএনটিটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা মালিকপক্ষের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন বলে অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা
স্টেশনের সামনে ৫৫ নম্বর জাতীয় সড়কের উপরে লাইন থেকে মঙ্গলবার রাতে কামরাটিকে সরানো হয়নি। রাতভর ওই ভাবেই থাকার পরে বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ টাকা লাইনে তুলে কামরাটিকে স্টেশনে ঢোকানো হয়। তারপরে স্বাভাবিক হয় টয়ট্রেন পরিষেবা।
নিজস্ব সংবাদদাতা
এ দিন জিটিএর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাংয়ের সঙ্গেও বৈঠক করেন চেম্বারের একটি প্রতিনিধি দল। পাহড়ে জিটিএর সঙ্গে যৌথ উদ্যোগে একটি নার্সিং ট্রেনিং স্কুল, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরির প্রকল্পে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানাচ্ছে, ভ্যান বা গাড়ি নিয়ে বিভিন্ন রাস্তা, এলাকায় যেমন নজরদারি করা হয়। অনেকটা সেভাবেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নানা ওয়েবসাইট, ব্লগে চলছে ওই নজরদারি। এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি সাইবার থানাকে।
নিজস্ব সংবাদদাতা
জেলা স্বাস্থ্য দফতরের দাবি, চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। তার পরে নির্বাচন বিধির জেরে স্টোররুম ভবন, ট্রমা কেয়ার ইউনিট ও প্রসবকেন্দ্র চালুর কাজ আটকে যাবে। তাই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনিশ্চিত ধরে নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে লিখিত আবেদনের মাধ্যমে দ্রুত সেগুলি উদ্বোধন করে চালু করে দেওয়ার অনুমতি চেয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার ওই হাব চত্বর ঘুরে দেখেছেন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, “শীঘ্রই হাব চালুর চেষ্টা হচ্ছে।” কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার রাজীব প্রসাদ বলেন, “আমরা হাব চালুর জন্য তৈরি রয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত মিললেই তারিখ ঠিক হবে।”
নিজস্ব সংবাদদাতা
দলীয় সূত্রের খবর, তৃণমূলের খলিসামারি অঞ্চল সভাপতি আবু বক্কর সিদ্দিকির অনুগামীদের সঙ্গে দলের ব্লক সভাপতি আবেদ আলির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। দলের কর্মী খগেন্দ্রনাথ বর্মণ বলেন, “গত ৯ ফেব্রুয়ারি একটি কমিটি করার কথা ছল। কিন্তু কোনও কমিটি গঠন করা হয়নি।
নিজস্ব সংবাদদাতা
উত্তরবঙ্গের জলদাপাড়া ও গরুমারায় এর আগে ২০১৫সালে গন্ডার সুমারি হয়েছিল৷ সেই সময় জলদাপাড়ায় ২০৭টি ও গরুমারাতে ৪৯টি গন্ডারের সন্ধান মেলে৷ চার বছর পর চলতি মাসে প্রথমে গরুমারা ও তারপর জলদাপাড়ায় ফের গন্ডার সুমারি হয়৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, সরাসরি দেখার পাশাপাশি গন্ডার সুমারিতে এ বার প্রযুক্তিরও ব্যবহার করা হয়৷
নমিতেশ ঘোষ
সেনা জওয়ানদের দেহ পড়ে থাকতে দেখে সারারাত ঘুমোতে পারেননি কোচবিহারের গারোপাড়ার শিক্ষক দীপেন সাংমা। বার বার তাঁর মনে পরেছে দাদা রমেনের কথা। তাঁর দাদাও কফিনবন্দি হয়ে ফিরেছিলেন কাশ্মীর থেকে।
নিজস্ব সংবাদদাতা
ঘটনাটি বড় আকার ধারণ করার আগে বালুরঘাট থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনে। সেই যুবক বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তারপরে অভিযুক্তরা ক্ষমা চেয়ে নেন।
নিজস্ব সংবাদদাতা
যদিও এ দিন তিন জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
নিজস্ব সংবাদদাতা
গৌরব লাল বলেন, ‘‘পুলিশ পিকেট তুললেও এলাকায় টহলদারি অনেক বাড়ানো হয়েছে, বাড়ি ফিরতে কোনও সমস্যা হলেই আমাদের জানাতে বলা হয়েছে ওই পরিবারকে। আর আমরা অভিযোগের তদন্ত ঠিক পথেই চালাচ্ছি।’’
নিজস্ব সংবাদদাতা
সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে সমস্যার কথা শোনেন। তবে এই নির্দল প্রার্থী প্রচারে গনি খানের ছবি ব্যবহার করায় আপত্তি তুলেছে কংগ্রেস। যদিও তিনি তাতে আমল দিতে নারাজ।
নিজস্ব সংবাদদাতা
সোমবার রাতভর থানাতেই ছিলেন তাঁরা। যদিও পুলিশের দাবি, তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল।
কৌশিক চৌধুরী
তাই দলের কোনও নেতানেত্রীর বদলে এ বারে লোকসভা ভোটে হিমাচলপ্রদেশের বাসিন্দা, ধর্মগুরু সৎপাল মহারাজকে প্রার্থী করা যায় কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দলে।
শুভঙ্কর চক্রবর্তী
বিভিন্ন ব্লকে সভা করে কমিটি গঠনের কাজ শুরু করেছেন দলীয় নেতারা। বুথস্তর থেকে সংগঠন ঢেলে সাজতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী।
নিজস্ব সংবাদদাতা
আগামী ১৫ মার্চ পর্যন্ত তাঁর জলপাইগুড়িতেই থাকার কথা। সূত্রের খবর, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের পরে মামলার প্রথম শুনানি হবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে।
পার্থ চক্রবর্তী
এ জন্য ২৬ ফেব্রুয়ারির পর বনকর্তা ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ যে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বনমন্ত্রীকেও৷
নিজস্ব সংবাদদাতা
কোচবিহারের ওই দুই পরিবারের সদস্যদের অনেকেই এখনও বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। মঙ্গলবার অবশ্য পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল। নতুন করে কোথাও গন্ডগোলের ঘটনা ঘটেনি।
নিজস্ব সংবাদদাতা
আলাদা রাজ্যের দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিলে, আগামী নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আভাসও এ দিন দিলেন নেতারা।
নিজস্ব সংবাদদাতা
মন্ত্রীকে পাল্টা বিঁধতে ছাড়লেন না জেলার বিজেপি নেতারা।
নিজস্ব সংবাদদাতা
মন্দির চত্বরে সচিবের ঘরে বসেন তিনি। দেবোত্তর সূত্রের দাবি, সুর্পণাদেবীই বোর্ডের প্রথম মহিলা সচিব।
নিজস্ব সংবাদদাতা
সেই অভিযোগের ভিত্তিতে পড়ুয়াদের খাতাও দেখানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদন
এ দিন ভৌত বিজ্ঞান ছাড়াও ইতিমধ্যেই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও অঙ্ক পরীক্ষা চলাকালীনও একই ভাবে প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা
এক রোগীর পরিবারের সদস্য সুভাষচন্দ্র সরকার দুই ইউনিট এবি পজিটিভ রক্তের জন্য ঘুরছিলেন। তাঁদের রক্তদাতার ও পজিটিভি রক্ত। শেষে মঙ্গলবার দুই রোগীর পরিবার রক্ত বিনিময় করে সমস্যা মেটান।
নিজস্ব সংবাদদাতা
খবর পেয়েই শিলিগুড়ি থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এলাকায় যায়। পুলিশের একাংশের সঙ্গে ব্যবসায়ীদের কথা কাটাকাটিও হয়। পুলিশের বক্তব্য ছিল, কাউকে জোর করে দোকান বন্ধ করানো যাবে না। স্বেচ্ছায় কেউ দোকান বন্ধ করে রাখলে সমস্যা নেই।
নিজস্ব সংবাদদাতা
মায়ের অনুরোধ শুনে যুবকের দল অবশ্য বাড়ি ছেড়ে চলে যায়। কিছু পরে ওই যুবক বাড়িতে ফেরেন। আতঙ্কে তখনও তিনি কাঁপছেন। বলেন, ‘‘আমি অনুতপ্ত।’’ ওই যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন শহরের একদল বাসিন্দা।
নিজস্ব সংবাদদাতা
ওই ছাত্র বলেন, “আমি তো ‘ভারত মাতা কি জয়’, ‘ইন্ডিয়ান আর্মি কি জয়’ বলি। আমার মামা সেনাবাহিনীতে আছেন। কিন্তু এমন ভাবে আমাকে বলতে হবে ভাবিনি।”
নিজস্ব সংবাদদাতা
এখনও ঘোষণা হয়নি। তবে খুব বেশি দূরেও নয় পরবর্তী লোকসভা নির্বাচন। আর এ বারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলির মধ্যে অন্যতম আলিপুরদুয়ারকে বিজেপি নেতারা পাখির চোখ হিসাবে দেখছেন। এই অবস্থায় নির্বাচনের প্রচারে এই কেন্দ্রে প্রচারের কোন খামতি না রাখতে এখন থেকেই মরিয়া দলের নেতারা। আর সে জন্যই প্রচার নিয়ে এবার নেতাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত।
অনির্বাণ রায়
লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি জনসংযোগে পাঁচ বছর আগের মিস্ড কলকেই আপাতত মাধ্যম করার সিদ্ধান্ত বিজেপির। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে কারা সুবিধে পেয়েছেন সেই তালিকাও জেলা পাঠাচ্ছে বিজেপি।
নিজস্ব সংবাদদাতা
এ দিন মশা নিয়ে হাইকোর্টের বিচারপতিদের সামনে বিড়ম্বনায় পড়তে হয়েছে সরকারি আধিকারিকদেরও। এক আধিকারিক বলেন, “এজলাসের ভিতরের সাজসজ্জা কী হবে, তা নিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, সে সময়েই মুখের সামনে ভনভন করে মশা উড়ছে। কারও মুখেও বসেছে। অনেককে কামড়েওছে।”
নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বিধাননগর সাইবার থানায় মাধ্যমিকে প্রশ্ন ফাঁস নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই শাহাবুলকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, আটক দু’জনকেও গ্রেফতার করা হতে পারে। তাঁরা দু’জনই মাধ্যমিক পরীক্ষার্থী। ওই দু’জনকে জেরার জন্য বিধাননগরের সাইবার থানায় নিয়ে যাওয়া হয়েছে।