নিজস্ব সংবাদদাতা
আন্দোলনকারীদের দাবি, মালদহ জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল-সহ একাধিক ব্লক জুড়ে রয়েছেন প্রায় ১৩০ জন চাকরিপ্রার্থী।
রকি চৌধুরী
রবিবার রাতে ধূপগুড়ি পুর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়া এলাকায় ছাদনাতলায় বিয়ে হল আয়ুষ আর বিউটির।
নিজস্ব সংবাদদাতা
এই ঘটনার ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ।
গৌর আচার্য
সামনের উঠোনে বসে হাপর টেনে আগুন জ্বালিয়ে লোহার বঁটি বানাচ্ছেন রেশমী কর্মকার। বয়স ষাট পেরিয়ে গিয়েছে।
শুভঙ্কর পাল
এলাকার উন্নয়ন কিংবা পিকনিক স্পট পরিষ্কার রাখা হবে— এই কথা বলে শিলিগুড়ি সংলগ্ন বেশকিছু পিকনিক স্পটে এই কায়দাতেই তোলাবাজি চলছে বলে অভিযোগ।
নমিতেশ ঘোষ
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কোচবিহারে ৯টি শিবির থেকে করোনার প্রতিষেধক দেওয়ার কর্মসূচি পালন করা হয়।
কৌশিক চৌধুরী
পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ময়দানে জিটিএ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ও প্রশাসনকে নিয়ে প্রচার শুরু হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
দেশের দুই মহানগরীর সঙ্গে সঙ্গে বিমান মানচিত্র সিকিম জুড়ে গেলে এই প্রান্ত থেকে দেশ ও বিদেশে যাতায়াত সহজ হবে।
অর্জুন ভট্টাচার্য
কোনও ভাবেই যাতে এক ফোঁটাও প্রতিষেধক নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের।
নিজস্ব সংবাদদাতা
তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভেটাগুড়ি খেলার মাঠ এলাকায় রাস্তার ধারে লাগানো তৃণমূলের ফেস্টুন ছিড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়।
নিজস্ব সংবাদদাতা
প্রথমে চিতাবাঘ বলে সন্দেহ হয় সকলের। সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেন সকলে।
সৌমিত্র কুণ্ডু ও নীতেশ বর্মণ
বেলা ৯টা থেকেই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিষেধক দিতে সকলে উপস্থিত হলেও সরকারি প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর ভাষণের পর শিলিগুড়ি হাসপাতাল এবং অন্যত্র টিকাদান পর্ব শুরু হয়।
নিজস্ব সংবাদদাতা
এ দিন আলিপুরদুয়ারে জেলা হাসপাতালের পাশাপাশি ফালাকাটা, যশোডাঙা ও কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে করোনার প্রতিষেধক দেওয়া হয়।
নিজস্ব সংবাদদাতা
লত্যাগী বিধায়ক মিহির গোস্বামীর নির্বাচনী এলাকায় সাংগঠনিক অঞ্চল কমিটি না করে নির্বাচনী কমিটি গড়ল তৃণমূল যুব কংগ্রেস।
নিজস্ব সংবাদদাতা
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এখন কাজ চলছে অস্থায়ী ভবনে।
অনির্বাণ রায়
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিযোগ, বিভ্রান্তি এড়াতে এ বার জেলাস্তরে কমিটি গড়ল তৃণমূল।
মেহেদি হেদায়েতুল্লা
জেলা প্রশাসন সূত্রে খবর, করোনার জেলার সব বিধায়কের টাকা না দেওয়ার নির্দেশ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উন্নয়নের টাকা ছেড়ে দেওয়া হয়।
অরিন্দম সাহা
রসিকবিলের বিশাল জলাভূমির কিছু অংশে নৌকায় গণনাকর্মীদের যাতায়াত করতে হবে, তাই তৈরি থাকছে বন দফতর। হাঁটাপথেও কাজ করবেন তাঁরা।
শুভঙ্কর পাল
মাঘের শুরুতে শীতের কামড়ে কাবু বেঙ্গল সাফারির বাঘেরাও। কম্বল, হিটার, হট এয়ার ব্লোয়ার কোনও কিছুই বাদ রাখা হয়নি তাদের জন্য।
নিজস্ব সংবাদদাতা
হাতে কোনও কাজ না থাকায় ডুয়ার্সের বেশির ভাগ চা-শ্রমিক পরিবারে আর্থিক অবস্থা খুব খারাপ। কাজের জন্য তাঁরা যে কোনও জায়গায় যেতে রাজি। ফলে অসাধু চক্রের হাতে পড়ে এমন ভাবে পাচারের সম্ভাবনা থেকে যাচ্ছে।
নিজস্ব সংবাদদাতা
দেশভাগ হয়ে গেলেও নাড়ির টান যেন রয়েই গিয়েছে। তাই এ বছর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুজিবর রহমানের জন্মশতবর্ষে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে বিএসএফ এবং বিজিবি।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভাই একরাম ও সাজলু নাদাবের জমি নিয়ে বিবাদের মীমাংসা করতে গ্রামে সালিশি বসানো হয়।
নিজস্ব সংবাদদাতা
শনিবার আনুমানিক ভোর ৫টায় নাগাদ মেচপাড়া ফ্যাক্টরির সামনে ভোপাল অধিকারীর মুদি দোকানে আগুন লাগে।
নীহার বিশ্বাস
দলে ফিরলেও বিপ্লবকে কোন পদের দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও ‘চাপে’ ছিল শীর্ষ নেতৃত্ব। অবশেষে বিপ্লবকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিলেন দলনেত্রী।
নিজস্ব সংবাদদাতা
কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জনসংযোগ যাত্রা সারলেন বিধায়ক উদয়ন গুহ।
জয়ন্ত সেন
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, এ দিনের বৈঠকে রাজ্য নেতৃত্ব মালদহের জেলা নেতাদের দ্বন্দ্ব ভুলে ফের এক হয়ে কাজ করার বার্তা দিয়েছেন।
গৌর আচার্য
রায়গঞ্জ পুরসভার তরফে রায়গঞ্জ মেডিক্যালের পুরনো জরুরি বিভাগের একাধিক ঘর জীবাণুমুক্ত করা হয়েছে।
কৌশিক চৌধুরী
আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার শিল্প, কলকারখানার সমস্যা মেটাতে চলতি মাসের শেষে ২১-২২ জানুয়ারি শিলিগুড়িতে কনক্লেভটি হবে।
নিজস্ব সংবাদদাতা
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি প্রকল্পে পাকা ঘর তৈরির বাবদ টাকা ঢুকতে শুরু করেছে এলাকার গরিব মানুষদের অ্যাকাউন্টে। এর পরই কাটমানির দাবিতে বাড়ি বাড়ি আসতে শুরু করেছেন তৃণমূল নেতারা।
নিজস্ব সংবাদদাতা
পুলিশকে নিয়ে বিধায়কের এই কর্মসূচি পালনকে কটাক্ষ করেছে তৃণমূলের অন্য গোষ্ঠী। গোবরাছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম বলেন, ‘‘বিধায়কের নিজের কেন্দ্রে কোনও জনসংযোগ নেই।’’
নিজস্ব সংবাদদাতা
প্রথমে ঠিক ছিল, রাজ্যে মোট ৩৫৩টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের নির্দেশ আসে, মোট ২০৪টি কেন্দ্রে চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মীদের দেওয়া হবে টিকা।
নিজস্ব সংবাদদাতা
সাপ বিশারদ দিবস রাই জানান, অজগরটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির।
নিজস্ব সংবাদদাতা
শুধু ক্ষেতেই নয়, লোকালয়েও তাণ্ডব চালায় হাতির দলটি। বাড়ির ভিতর শুঁড় বাড়িয়ে রেশনের চাল ডাল খেয়ে ছড়িয়ে নষ্ট করেছে। বাড়ির ক্ষতিও করেছে।
নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শহর সংলগ্ন গিলান্ডি এলাকায় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সে সময়ই একটি ট্রলার পিছন থেকে এসে ধাক্কা মারে লরিতে।
সৌমিত্র কুণ্ডু
শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপারের দফতরের কাছে প্যান্ডেল বেঁধে ক্যাম্প করে সেখানে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
অনির্বাণ রায়
শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এই তালিকা ধরেই বিধানসভা ভোট হবে। এ বার বুথ, গণনাকেন্দ্র ও ভোটকর্মীর সংখ্যা বাড়বে।
নমিতেশ ঘোষ
স্বাস্থ্য দফতর সূত্রেই জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের একটি অংশে ভ্যাকসিন নিয়ে সংশয় রয়েছে। অনেকেই প্রথম দফায় ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না।
নিজস্ব সংবাদদাতা
সাংসদ নিশীথ প্রামাণিকের দুর্গ বলে পরিচিত ভেটাগুড়ির বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রায় শামিল হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
নিজস্ব সংবাদদাতা
বিজেপি সূত্রের খবর, এই বিধানসভায় পাঁচ বছর ধরে সঙ্ঘ পরিবার বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে সংগঠন বিস্তার করেছে।
নিজস্ব সংবাদদাতা
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-সহ আরও বেশ কয়েক যায়গায় কোথাও টিকা ফিরে এসেছে। কোথাও বা আবার টিকা পাঠানোই হয়নি বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷