নিজস্ব সংবাদদাতা
মায়ের অনুরোধ শুনে যুবকের দল অবশ্য বাড়ি ছেড়ে চলে যায়। কিছু পরে ওই যুবক বাড়িতে ফেরেন। আতঙ্কে তখনও তিনি কাঁপছেন। বলেন, ‘‘আমি অনুতপ্ত।’’ ওই যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন শহরের একদল বাসিন্দা।
নিজস্ব সংবাদদাতা
ওই ছাত্র বলেন, “আমি তো ‘ভারত মাতা কি জয়’, ‘ইন্ডিয়ান আর্মি কি জয়’ বলি। আমার মামা সেনাবাহিনীতে আছেন। কিন্তু এমন ভাবে আমাকে বলতে হবে ভাবিনি।”
নিজস্ব সংবাদদাতা
এখনও ঘোষণা হয়নি। তবে খুব বেশি দূরেও নয় পরবর্তী লোকসভা নির্বাচন। আর এ বারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলির মধ্যে অন্যতম আলিপুরদুয়ারকে বিজেপি নেতারা পাখির চোখ হিসাবে দেখছেন। এই অবস্থায় নির্বাচনের প্রচারে এই কেন্দ্রে প্রচারের কোন খামতি না রাখতে এখন থেকেই মরিয়া দলের নেতারা। আর সে জন্যই প্রচার নিয়ে এবার নেতাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত।
অনির্বাণ রায়
লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি জনসংযোগে পাঁচ বছর আগের মিস্ড কলকেই আপাতত মাধ্যম করার সিদ্ধান্ত বিজেপির। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে কারা সুবিধে পেয়েছেন সেই তালিকাও জেলা পাঠাচ্ছে বিজেপি।
নিজস্ব সংবাদদাতা
এ দিন মশা নিয়ে হাইকোর্টের বিচারপতিদের সামনে বিড়ম্বনায় পড়তে হয়েছে সরকারি আধিকারিকদেরও। এক আধিকারিক বলেন, “এজলাসের ভিতরের সাজসজ্জা কী হবে, তা নিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, সে সময়েই মুখের সামনে ভনভন করে মশা উড়ছে। কারও মুখেও বসেছে। অনেককে কামড়েওছে।”
নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বিধাননগর সাইবার থানায় মাধ্যমিকে প্রশ্ন ফাঁস নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই শাহাবুলকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, আটক দু’জনকেও গ্রেফতার করা হতে পারে। তাঁরা দু’জনই মাধ্যমিক পরীক্ষার্থী। ওই দু’জনকে জেরার জন্য বিধাননগরের সাইবার থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
এ দিন অঙ্ক পরীক্ষার শেষের ঘণ্টা পড়ার পরে ডিউটিতে থাকা পরীক্ষক এক শিক্ষিকা খাতা সংগ্রহ করতে শুরু করেন। তিনি পরপর খাতা না নিয়ে সুপ্রীতির খাতাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সে সময় ওই খাতাটি মাঝখান থেকে দু’ফালা হয়ে যায়।
নিজস্ব সংবাদদাতা
শহরের যানজট এড়াতে ইসলামপুর শহরে বাইপাসের দাবি ছিল দীর্ঘ দিনের। জমি জটিলতা সংক্রান্ত সমস্যায় আটকে ছিল ওই বাইপাসের কাজ। বছর দেড়েক আগে উত্তর দিনাজপুরের জেলা সফরে চোপড়াতে গিয়ে মুখ্যমন্ত্রী বাইপাস নিয়েই হস্তক্ষেপ করেন।
নিজস্ব সংবাদদাতা
ইংরেজবাজার শহরের ব্যারাক কলোনি এলাকার বাসিন্দা রঞ্জিৎ সাহা তাঁর তিন বছরের মেয়েকে নিয়ে বিছানায় খেলা করছিলেন। আচমকা ছোট্ট মেয়েটি বিছানায় থাকায় পাঁচ টাকার কয়েন গিয়ে ফেলে। শনিবার সন্ধেতেই মালদহের মোথাবাড়ি থানায় আরও এক শিশু খেলতে গিয়ে পাঁচ টাকার কয়েন গিলে নেয়।
জয়ন্ত সেন
এ দিকে ঠিয়া পার্টির দৌরাত্ম্য কমাতে মালদহ জেলা পুলিশের তরফে গঙ্গা নদীবক্ষে একটি টহলদারি লঞ্চ চালু করা হলেও চরের কৃষকদের হানাদারি থেকে নিস্তার মিলছে না বলেই দাবি। রবিবার সরকারি নানা পরিষেবা দিতে জেলা ও ব্লক প্রশাসনের একঝাঁক কর্তা নারায়পুর চরে গেলে তাঁদের কাছে সেই দুর্দশার কথা তুলেও ধরেন কৃষকেরা। কর্তারা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে পদক্ষেপ করার আশ্বাস দেন।
নিজস্ব সংবাদদাতা
রবিবার ভক্তিনগর থানায় ওই ছাত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন উত্তরায়ণ এলাকার বাসিন্দা। ফেসবুক পোস্টের ‘অপব্যাখ্যা’ করে হেনস্থা ও ভাঙচুরের পাল্টা নালিশ জানিয়ে থানায় অভিযোগ করবে বলে জানায় তরুণীর পরিবার।
নিজস্ব সংবাদদাতা
ফের আগুন লাগল বনদফতরের ফরেস্টে। দাউদাউ করে জ্বলতে থাকা ওই আগুন থেকে প্রাণ রক্ষায় জঙ্গল থেকে বেরিয়ে এল শেয়ালের দল। কিছুদিন আগেও ওই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। বালুরঘাটের তুঁত খামার, দোগাছি ফরেস্ট এবং রেলস্টেশনের বাগানে অগ্নিকাণ্ডের পর ফের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
নিজস্ব সংবাদদাতা
মালবাজার পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সীতারাম নন্দী বলেন, ‘‘পুর ও নগরোন্নয়ন দফতর থেকে নির্দেশ পেয়েই কাজ শুরু করেছি। আসলে রেস্তরাঁগুলিতে সপরিবার খেতে গিয়ে অনেকেই শৌচাগার খোঁজেন এবং না পেয়ে হতাশ হতে হয়। সেই অবস্থার উন্নতি ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
নিজস্ব সংবাদদাতা
সব ঠিক থাকলে আগামী ৯ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১১ মার্চ থেকে বেঞ্চের কাজ শুরু হবে।
নিজস্ব সংবাদদাতা
টয়ট্রেন চড়ে, পরিষেবায় তাঁরা খুশি বলে জানিয়েছেন ওই পর্যটকেরা।
পার্থ চক্রবর্তী
কালচিনি থানার অধীন ভাটপাড়া চা বাগান এলাকায় থাকেন কার্জি লামা। ওই বাগানেই এক সময় শ্রমিকের কাজ করতেন ৬৪ বছরের এই বৃদ্ধ। তাঁর চার ছেলে।
জয়ন্ত সেন
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাবার থেকে বিষক্রিয়াতেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। মারাত্মক পেট খারাপ, বমি, মাথাঘোরার উপসর্গ রয়েছে।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানিয়েছে মৃতদের নাম, সুপ্রিয়া বসাক রায় (২৬) এবং প্রদীপ বসাক (৩৬)।
নিজস্ব প্রতিবেদন
শিলিগুড়ির এসিপি, ডিএসপি পদ মর্যাদার অফিসারদের মধ্যে অচিন্ত্য গুপ্ত দার্জিলিং জেলার সমতলের ডিএসপি হচ্ছেন।
নিজস্ব প্রতিবেদন
জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া নেই ১৭ কিলোমিটার মতো এলাকায়। দক্ষিণ বেরুবাড়ি, নগর বেরুবাড়ি এলাকায় রয়েছে কাঁটাতারহীন ওই সীমান্ত।
নিজস্ব সংবাদদাতা
ফলাফল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।
কৌশিক চৌধুরী
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এএআই) তরফে দিল্লি থেকে সম্প্রসারণের জন্য ৪০০ কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জের মাড়াইকুড়া হাইস্কুলের ছাত্রী লক্ষ্মী বর্মণের বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই পঞ্চায়েতের পিপলানে।
নিজস্ব সংবাদদাতা
এ দিকে, ওই ইঞ্জিন বিভ্রাটের জেরে বুধবার রাত থেকেই মালদহ জেলা ও বিহারের বারসই থেকে বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় একাধিক ট্রেনকে। এমনকি এদিনও সকাল ৯টা পর্যন্ত একই চিত্র ছিল জেলার বিভিন্ন স্টেশনগুলোতে। তার জন্য চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা
গোয়ালপাড়ার কদমতলা থেকে কালীতলা হয়ে তাহেরপুর হাইস্কুল পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার মাটি ও ইটের তৈরি। সেই রাস্তাটি পাকা করার দাবিতে এ দিন সকালেই জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভে বসেন কয়েকশো গ্রামবাসী। বেলা ১১টা নাগাদ পুলিশকর্মীরা অবরোধ তোলার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
নমিতেশ ঘোষ
প্যাসেঞ্জার ট্রেনগুলিতে নিরাপত্তার ফাঁকে নেশার অভিযোগ হরদম ওঠে। মদ তো বটেই সিগারেট, গাঁজার রমরমার অভিযোগ রয়েছে। কিন্তু দূরের ওই বিশেষ ট্রেনগুলিতে নেশার জিনিসের এমন রমরমায় ক্ষুব্ধ যাত্রীরা। তাঁরা দাবি তুলেছেন, এই বিষয়ে রেল দফতরকে আরও কড়া অবস্থান নেওয়া উচিত।
কিশোর সাহা
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, ‘‘দুই দম্পতি উত্তরবঙ্গেরই বাসিন্দা। তাঁরা কোনও হাতুডে়র কাছে যাননি। চোরা-গুপ্ত কোনও ক্লিনিকে গিয়ে বিপাকে পড়ার রাস্তায় হাঁটেননি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দুই বধূর আবেদন পেয়েই গর্ভস্থ ভ্রূণের জটিলতা ও গর্ভপাত বিষয়ক পরামর্শদাতা স্থায়ী কমিটির বৈঠক ডেকেছি। সেখানেই সব নথিপত্র খতিয়ে দেখা হবে।’’
নিজস্ব সংবাদদাতা
এই নিয়ে কোচবিহারের রাজনীতিতে চাপানউতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, বিজেপিতেই রয়েছে প্রচুর দুষ্কৃতী। দুই তরফেই অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
বন দফতর জানিয়েছে, ধৃত যুবক দার্জিলিঙের টাকভর চা বাগানের বাসিন্দা। ওই চা বাগানেই চিতাবাঘ ধরে খুন করা হয়। যুবকের সঙ্গে আরও কয়েকজন ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় দও। বন দফতর জানিয়েছে, ধৃত যুবকের নাম আশিস ছেত্রী।
শুভঙ্কর চক্রবর্তী
মঙ্গলবার দার্জিলিংয়ের গোর্খা দুঃখ নিবারণী সমিতির হলে সর্বদলীয় বৈঠক করে বিরোধী সংগঠনগুলো। সেখানে গুরুংপন্থী মোর্চার একাধিক নেতা উপস্থিত ছিলেন। সিপিআরএম-র উদ্যোগে বৈঠক হয়। সেখানেই যৌথভাবে বিনয়পন্থী মোর্চার বিরুদ্ধে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত করা হয়েছে বলেই জানিয়েছেন সিপিআরএমের নেতা আরবি রাই
নিজস্ব সংবাদদাতা
সরকারি সূত্রের খবর, পুলিশ-প্রশাসনের একাংশ বালাসনের চর দখল নিয়ে ঢিমেতালে পদক্ষেপ করছে বলে অভিযোগ। শেষ দু’বছরে মাত্র দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, নিয়মিতভাবেই দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
নিজস্ব সংবাদদাতা
পরিদর্শনের পরে জলপাইগুড়ি সার্কিট হাউসে বৈঠক করেন মন্ত্রী-আমলারা। আগের কয়েকটি সিদ্ধান্ত এ দিন কিছুটা রদবদলও হয়েছে। প্রথমে ঠিক ছিল ১২০ কিলো ভোল্টের বিদ্যুতের সাব স্টেশন করা হবে অস্থায়ী ভবন চত্বরে। এ দিন সিদ্ধান্ত হয়েছে সেই ক্ষমতা বাড়িয়ে ২৪০ কিলো ভোল্ট করা হবে।
নিজস্ব সংবাদদাতা
গত কয়েক মাসে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) ধরপাকড়ে লাল, নীল ম্যাকাউ থেকে ইলেকটাস প্যারট, পিগমি ফ্যালকন বা কুকাবুরাস কাঠঠোখরার মত দুস্প্রাপ্য পাখি পাচারের ঘটনা সামনে এসেছে।
নিজস্ব সংবাদদাতা
গত ২২ জানুয়ারি খুন হন তপসিখাতার তৃণমূল কর্মী তুষার বর্মণ৷ অভিযোগ ওঠে, স্থানীয় পরোরপাড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শম্ভু রায় ও তার দলবল জয় বাংলা হটে ডেকে নিয়ে গিয়ে প্রথমে তুষারকে বেধড়ক মারধর করে৷ তারপর শম্ভু কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে তুষারকে লক্ষ করে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ৷
পার্থ চক্রবর্তী
চা বাগানে চিতাবাঘের উপদ্রব কোনও নতুন ঘটনা নয়। বছরের নানা সময়, বিশেষ করে প্রসবের সময় স্ত্রী চিতাবাঘদের জঙ্গল লাগোয়া বিভিন্ন চা বাগানের নালা কিংবা ঝোপঝাড়ে আশ্রয় নিতে দেখা যায়। ফলে অনেক সময়ই তখন চিতাবাঘ-মানুষের সংঘাতের ঘটনা ঘটে।
অরিন্দম সাহা
অবশ্য এ সব নিয়ে ভাবতে চান না শিখাদেবী। স্বামী বীরেশ পালের পাশে বসে শিখা বলেন, “ওঁর বেঁচে থাকাটাই আমার কাছে সব পাওয়া। দারুণ আনন্দের। অন্য কিছু নয়।” বীরেশবাবু বলেন, “ওঁর প্রতি বিশ্বাস ছিল। ভালবাসা ছিল। আছে, থাকবেও। সেটাই তো সব কিছু।”
নিজস্ব সংবাদদাতা
লাটাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বিনতির মাধ্যমিক পরীক্ষার আসন পড়েছে লাটাগুড়ি উচ্চ বিদ্যালয়ে। বিনতির এই জেদকে প্রতিদিন নীরবেই কুর্নিশ করছেন পরীক্ষার হলের নজরদার শিক্ষক-শিক্ষিকারাও।
নিজস্ব সংবাদদাতা
জেলার কোন কেন্দ্রে নকলের অভিযোগ রয়েছে কি না খতিয়ে দেখছেন পর্ষদকর্তারা। পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করলে সেগুলো বাজেয়াপ্ত করা হয়।