প্রায় বছর খানেক ধরে কোনও স্থায়ী চিকিৎসক নেই। একজন ফার্মাসিস্ট, একজন নার্স এবং একজন চতুর্থ শ্রেণির কর্মী হিমসিম খান রোগী সামলাতে। বিষ্ণুপুরের কাঁকিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা এমনটাই। অবিলম্বে সেখানে চিকিৎসক নিয়োগের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়তের বিষ্ণুপুর-সোনামুখি রাস্তায় কাঁকিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে গড়ে উঠেছিল এই স্বাস্থ্যকেন্দ্রটি। উলিয়াড়া এবং অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া, জয়কৃষ্ণপুর, আমরেল, ধরাপাট, জনতা, পেনো, ডিহর, বেলেরা, গুমুট, পানরডাঙর, কাঁকিলা-সহ বিভিন্ন গ্রামের প্রায় হাজার দশেক মানুষের এই স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিষেবা পাওয়ার কথা।
শুক্রবার সকালে ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেল, ফার্মাসিস্ট ছুটিতে রয়েছেন। নার্স এবং চতুর্থ শ্রেণির কর্মী সামলাছেন রোগীদের। স্বাস্থ্যকেন্দ্রের নার্স রিঙ্কু দে জানান, প্রতিদিন দেড়শো থেকে দু’শো জন আউটডোরে আসেন। জামকুড়ি গ্রাম থেকে আসা উজ্জ্বল দাশগুপ্ত, উলিয়াড়ার মহাদেব দে এবং হিংজুড়ির মিনতি সেন বলেন, ‘‘এক সময়ে এখানে প্রসব করানো হতো। নার্স, চিকিৎসক সব সময়ে থাকতেন। রাত বিরেতে এসেও পরিষেবা পেয়েছি। আর এখন কী দশা!’’