Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছাত্রছাত্রীদের ‘স্মার্ট ক্লাস’ উপহার

মানবাজার ১ চক্রের মধুপুর প্রাথমিক বিদ্যালয়ে এ দিন স্মার্ট ক্লাসের উদ্বোধন করে বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ বলেন, ‘‘পড়ুয়াদের শিক্ষার মানোন্নয়নের জন্য মধুপুর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজেরা খরচ করে প্রোজেক্টর এবং অন্য সরঞ্জাম কিনেছেন। দৃশ্য-শ্রাব্যের মাধ্যমে পঠনপাঠন হলে তুলনামূলক ভাবে পড়ুয়ারা বেশি মনোযোগী হবে।’’ 

এক-সঙ্গে: স্কুলচত্বরে অনুষ্ঠান। নিজস্ব চিত্র

এক-সঙ্গে: স্কুলচত্বরে অনুষ্ঠান। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মানবাজার শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৮
Share: Save:

বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে একটি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা স্মার্ট ক্লাস উপহার পেল। বৃহস্পতিবার ক্লাসের উদ্বোধন হয়।

মানবাজার ১ চক্রের মধুপুর প্রাথমিক বিদ্যালয়ে এ দিন স্মার্ট ক্লাসের উদ্বোধন করে বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ বলেন, ‘‘পড়ুয়াদের শিক্ষার মানোন্নয়নের জন্য মধুপুর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজেরা খরচ করে প্রোজেক্টর এবং অন্য সরঞ্জাম কিনেছেন। দৃশ্য-শ্রাব্যের মাধ্যমে পঠনপাঠন হলে তুলনামূলক ভাবে পড়ুয়ারা বেশি মনোযোগী হবে।’’

স্কুলের প্রধান শিক্ষক গৌরীপ্রসাদ মহান্তী বলেন, ‘‘পড়াতে গিয়ে দেখেছি বইয়ের পাতা ওল্টাতে পড়ুয়াদের তেমন মন বসে না। অথচ ওই বিষয়টি ছবির মাধ্যমে বোঝানো হলে পড়ুয়ারা বেশি আকর্ষণ বোধ করে। এই ভাবনা থেকেই আমরা নিজেরাই টাকা দিয়ে প্রয়োজনীয় নিনিসপত্র কিনেছি।’’ তিনি জানান, প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার বিষয় ভাগ করে পড়ুয়াদের জন্যে প্রতিদিন একটি করে স্মার্ট ক্লাস নেওয়া হবে। শ্রেণি কক্ষের সাদা দেওয়াল পর্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

শিক্ষিকা গোপা দত্ত, সুস্মিতা মল্লিক, শিক্ষক সুশান্ত শেখর মান্ডি জানান, স্কুলে পড়ুয়ার সংখ্যা ১০৯। কিন্তু গড়ে ৮০-৮৫ জনের বেশি উপস্থিত হয় না। তবে এ দিন স্মার্ট ক্লাস শুরু হতেই প্রায় সমস্ত পড়ুয়া স্কুলে হাজির হয়েছে।

দ্বিতীয় শ্রেণির পড়ুয়া অঙ্কিতা গোস্বামী, রূপসা চৌধুরী, চতুর্থ শ্রেণির লক্ষ্মণ রুহিদাস জানায়, বইয়ের পাতা অপেক্ষা ছবির মাধ্যমে জানতে ভাল লাগছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Smart Class Primary School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE