Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিশ্বভারতীতে ফের সিবিআই

বিতর্কিত নিয়োগের তদন্তে বিশ্বভারতীতে একই পদের দাবিদারদের এ বার জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। বৃহস্পতিবার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পুলিশসুপার শান্তনু করের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শান্তিনিকেতেনে আসে।

কেন্দ্রীয় কার্যালয়ে সিবিআই। — নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় কার্যালয়ে সিবিআই। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০২:০১
Share: Save:

বিতর্কিত নিয়োগের তদন্তে বিশ্বভারতীতে একই পদের দাবিদারদের এ বার জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। বৃহস্পতিবার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পুলিশসুপার শান্তনু করের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শান্তিনিকেতেনে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর, ঘণ্টা তিনেক সময় ধরে ওই পদের দাবিদার তিন জনকে জিজ্ঞাসাবাদ করেন।

বিশ্বভারতী সূত্রে খবর, উপ-কর্মসচিবের একটি পদের জন্য আবেদন করেছিলেন প্রায় ২০ জন। ওই আবেদকদের মধ্যে ৬/৭ জন ছিলেন বিশ্বভারতীর আভ্যন্তরীণ সহ- কর্মসচিব। ২০১৪ সালের ৯ অক্টোবর উপ-কর্মসচিব ওই পদের জন্য ইন্টেরভিউ ছিল। সেই পদের ফলা ফলে, শ্যামলা রায় নায়ারকে নিয়োগ করে বিশ্বভারতী। অভিযোগ, নির্ধারিত যোগ্যতা ছিল না তাঁর। ওই পদে বেআইনি নিয়োগের অভিযোগ ওঠায় তদন্তে নামে সিবিআই। এ দিন সিবিআই অফিসারেরা ওই পদের দাবিদার আবেদক তন্ময় নাগ (সহ-কর্মসচিব, বিনয় ভবন), সত্যনারায়ণ ভট্টাচার্য (সহ-কর্মসচিব, শিক্ষা ও গবেষণা) ও দৈবকী নন্দন দাসকে জিজ্ঞাসাবাদ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Visva-Bharati University CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE