Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইঁদপুরের অসন্তোষ বাঁকুড়ায়

ইঁদপুরে দলের নতুন ব্লক সভাপতি সৌমিত্র পতিকে তাঁর অনুগামীরা সংবর্ধনা দিলেন। সে দিনই অপসারিত ব্লক সভাপতি অসিত লায়েককে তাঁর পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে অনুগামীরা বাঁকুড়ায় গিয়ে তৃণমূলের জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন।

ক্ষোভ: পুরনো সভাপতিকে ফেরানোর দাবিতে জেলা তৃণমূল ভবন ঘেরাও ইন্দপুর ব্লকের কর্মীদের। নিজস্ব চিত্র

ক্ষোভ: পুরনো সভাপতিকে ফেরানোর দাবিতে জেলা তৃণমূল ভবন ঘেরাও ইন্দপুর ব্লকের কর্মীদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ০১:১২
Share: Save:

ইঁদপুরে দলের নতুন ব্লক সভাপতি সৌমিত্র পতিকে তাঁর অনুগামীরা সংবর্ধনা দিলেন। সে দিনই অপসারিত ব্লক সভাপতি অসিত লায়েককে তাঁর পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে অনুগামীরা বাঁকুড়ায় গিয়ে তৃণমূলের জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন। রবিবার এমনই জোড়া ঘটনাকে ঘিরে ইঁদপুরে শাসকদলের দ্বন্দ্ব বেআব্রু হয়ে গেল।

সম্প্রতি ইঁদপুরের দীর্ঘদিনের ব্লক সভাপতির পদ থেকে অসিতবাবুকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সেই দায়িত্ব দেওয়া হয় ব্লকের যুব তৃণমূল নেতা তথা ইঁদপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সহ-সভাপতি সৌমিত্রবাবুকে। যা নিয়ে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে। খোদ অসিতবাবু দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন। অসিতবাবুর অনুগামীরা সৌমিত্রবাবুকে অপসারণের দাবি তুলে একজোট হয়েছেন।

রবিবার বাঁকুড়ার সতীঘাট বাইপাস এলাকায় জেলা তৃণমূল ভবনের সামনে ইঁদপুর ব্লক তৃণমূলের অঞ্চল সভাপতিদের একটা বড় অংশের নেতৃত্বে কয়েকশো কর্মী জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সৌমিত্রবাবু গত বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে দলের অনুমোদিত প্রার্থীদের বিরুদ্ধে ভোট করেছিলেন। তাই কোনও ভাবেই সৌমিত্রবাবুকে ব্লক সভাপতি হিসেবে তাঁরা মানবেন না বলে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের মধ্যে ইঁদপুরের বেশ কিছু পঞ্চায়েত ভোটে জেতা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতর জয়ী তৃণমূল প্রার্থীরাও ছিলেন। তাঁরা সৌমিত্রবাবুর বিরুদ্ধে অভিযোগ তোলেন নির্দল প্রার্থীর হয়ে ভোট করানোর।

এ দিনের বিক্ষোভে প্রথম সারিতে থাকা ইঁদপুরের হাটগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি হীরালাল রায়, ব্রাহ্মণডিহা অঞ্চল সভাপতি দেবদাস মহান্তি দাবি করেন, “অসিতদা এই ব্লকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের জমি পোক্ত করেছেন। আজ যখন এলাকায় দল শক্তিশালী হয়েছে, তখন তাঁকে কেন সরিয়ে দেওয়া হল তা আমরা দলের কাছে জানতে চাই।” জেলা নেতৃত্ব তাঁদের দাবি মেনে অসিতবাবুকে ফের সভাপতির পদে ফিরিয়ে না আনলে তাঁরা কলকাতায় তৃণমূল ভবনে গিয়েও বিক্ষোভ দেখাবেন বলে জানান।

বিক্ষোভের সময় জেলা নেতারা অবশ্য পার্টি অফিসে ছিলেন না। পরে সেখানে এসে বিক্ষোভকারীদের অভিযোগ শোনেন জেলা তৃণমূলের সাধারন সম্পাদক জয়দীপ চট্টোপাধ্যায়। পরে তিনি বলেন, “তিনি জেলা সভাপতিকে জানাব।” এ দিনের বিক্ষোভে ছিলেন না অসিতবাবু। তিনি বলেন, “দলের দীর্ঘদিনের কর্মীরা সভাপতি বদলের সিদ্ধান্তে আঘাত পেয়েছেন। তাই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন।” সৌমিত্রবাবুর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি দাবি করেন, “আমি নিজেও বুঝতে পারছি না পুরনো কর্মীদের সরিয়ে দিয়ে দলবিরোধী কাজে যুক্ত ব্যক্তিদের কেন সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে।’’

অন্যদিকে, এ দিন ইঁদপুরের শালডিহা কলেজে সৌমিত্রবাবুকে সংবর্ধনা দেয় ইঁদপুর ব্লক যুব তৃণমূল। অসিতবাবুর অভিযোগের প্রেক্ষিতে সৌমিত্রবাবু বলেন, “আমি অসিতদার হাত ধরেই তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দিয়েছিলাম। কিন্তু, তিনি প্রকাশ্যে দলবিরোধী কথাবার্তা বলে কার ভাল করছেন বুঝতে পারছি না।” এ দিন তাঁকে সরানোর দাবিতে যে বিক্ষোভ হয় সেই প্রসঙ্গে সৌমিত্রবাবু দাবি করেন, “কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি এই সব করতে উস্কানি দিচ্ছে। আমি সবাইকে নিয়ে চলতে চাই। যাঁরা আমার বিরুদ্ধে যাচ্ছেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি। আবার কথা বলব।” বিজেপি নেতৃত্ব অবশ্য সৌমিত্রবাবুর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। জেলা তৃণমূল সভাপতি অরূপ খানকে চেষ্টা করেও ফোনে ধরা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Group Clash TMC Ruling Party ইঁদপুর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE