Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিক্ষোভ আমানতকারীদের

টাকা ফেরতের দাবিতে বড়জোড়ার খাড়ারি গ্রামের সারদা লগ্নিসংস্থার এক এজেন্টের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থামীয় সূত্রের খবর, খাঁড়ারির এক বাসিন্দা এলাকায় সারদার হয়ে লক্ষাধিক টাকা তুলেছেন। আমানতকারী বুধন বাদ্যকর, জ্যোস্না বাদ্যকররা জানান, পাঁচ বছরে তিনগুণ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েই ওই যুবক টাকা তোলেন। কিন্তু সারদাকান্ডের পরেই তিনি গ্রাম ছাড়েন।

নিজস্ব সংবাদদাতা
বড়জোড়া শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০০:৫৪
Share: Save:

টাকা ফেরতের দাবিতে বড়জোড়ার খাড়ারি গ্রামের সারদা লগ্নিসংস্থার এক এজেন্টের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থামীয় সূত্রের খবর, খাঁড়ারির এক বাসিন্দা এলাকায় সারদার হয়ে লক্ষাধিক টাকা তুলেছেন। আমানতকারী বুধন বাদ্যকর, জ্যোস্না বাদ্যকররা জানান, পাঁচ বছরে তিনগুণ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েই ওই যুবক টাকা তোলেন। কিন্তু সারদাকান্ডের পরেই তিনি গ্রাম ছাড়েন। মাস খানেক আগেই গ্রামে ফিরেছেন তিনি। বিক্ষোভকারীদের ক্ষোভ, “আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। এখন আমরা কী করব।’’ এ দিন দুপুরে আমানতকারীরা ওই এজেন্টের বাড়িতে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ দিন দিনভর ওই এজেন্টের মোবাইল ছিল বন্ধ। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ কারও বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barjora Agitation Saradha Scam chit fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE