Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লোহাপুরে অনুব্রতের নিশানায় আরএসএস

অনুব্রত ছাড়াও সভার মঞ্চে ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ জেলার একাধিক তৃণমূল নেতা।

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ১২:০৪
Share: Save:

এ রাজ্যে বিজেপি-র রথ-কর্মসূচিকে কেন্দ্র করে তাদের সঙ্গে তৃণমূলের চাপানউতোর তুঙ্গে উঠেছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপি-র এই কর্মসূচির সমালোচনায় ক্রমশ সুর চড়াচ্ছেন। এ বার আরএসএসকেও আক্রমণের নিশানা করলেন অনুব্রত। শনিবার নলহাটি ২ ব্লকের কাঁটাগড়িয়া মোড়ে জনসভায় অনুব্রত বলেন, ‘‘আরএসএস বলে একটা দল পাড়ায় পাড়ায় ঢুকে নোংরামি করছে। বিজেপিকে ভোট দেওয়ার কথা বলবে। তারা যদি ঢোকে, তাহলে আপনারা পাঁচন চালিয়ে সোজা করে দেবেন, উর্বর জমি। বাকিটা আমি দেখে নেব। ভয় পাবেন না। আমি আপনাদের সঙ্গে আছি।’’

অনুব্রত ছাড়াও সভার মঞ্চে ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ জেলার একাধিক তৃণমূল নেতা। নলহাটি ২ ব্লক তৃণমূলের সভাপতি বিভাস অধিকারী নলহাটির দীর্ঘদিনের দাবি দেবগ্রাম ঘাট এবং শীতলগ্রাম অঞ্চলে ব্রহ্মাণী নদীর উপরে দু’টি সেতুর আবেদন জানান। ওই দু’টি সেতু করে দেওয়ার জন্য সভাধিপতির কাছে অনুরোধ করেন অনুব্রত। আশ্বাস দেন, সেতু হবে।

জনসভায় অনুব্রত অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার কথায় কথায় সিবিআইকে নিয়ে আসার ভয় দেখাচ্ছে। তিনি বলেন, ‘‘জেলেই পুরুন আর যাই করুন, দেশের প্রধানমন্ত্রীর দুর্নীতি নিয়ে আমরা সরব হবই।’’ প্রধানমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বলেও তোপ দাগেন তৃণমূলের জেলা সভাপতি। তাঁর আরও দাবি, ১৯শে জানুয়ারি বিগ্রেড সমাবেশে বীরভূম থেকে লক্ষাধিক লোক তাঁরা নিয়ে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RSS TMC Anubrata Mondal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE