Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নলহাটি ২ পঞ্চায়েত সমিতি ওঠেনি গোঁজ, ভোট তাই তিনটি আসনে

প্রশাসনের হিসেব বলছে, নলহাটি ২ পঞ্চায়েত সমিতির ছ’টি গ্রাম পঞ্চায়েতের ৮৬টি আসনের মধ্যে মাত্র তিনটিতে নির্বাচন হচ্ছে। ওই তিনটি আসন হল— বারা ২ গ্রাম পঞ্চায়েতের ৫ ও ৭ নম্বর এবং শীতলগ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর সংসদ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অপূর্ব চট্টোপাধ্যায়
লোহাপুর শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ১৫:৫৬
Share: Save:

টাঙানো ছিল মশারি। বিরোধীরা বলছে, ‘তার ফাঁক গলে তিনটে মশা ঢুকে পড়েছিল। তার কামড়েই এখন গায়ে জ্বালা ধরেছে তৃণমূল নেতৃত্বের।’ অবস্থাটা নলহাটি ২ পঞ্চায়েত সমিতির।

প্রশাসনের হিসেব বলছে, নলহাটি ২ পঞ্চায়েত সমিতির ছ’টি গ্রাম পঞ্চায়েতের ৮৬টি আসনের মধ্যে মাত্র তিনটিতে নির্বাচন হচ্ছে। ওই তিনটি আসন হল— বারা ২ গ্রাম পঞ্চায়েতের ৫ ও ৭ নম্বর এবং শীতলগ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর সংসদ। ইতিমধ্যেই জেলা পরিষদের দুটি আসনে আবু জাহের রানা এবং নাগর কোনাই তৃণমূলের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ বারই প্রথম বিরোধীদের হাত থেকে নলহাটি ২ পঞ্চায়েত সমিতির দখলও নিতে চলেছে শাসকদল।

তৃণমূলের অন্দরের খবর, মাসতিনেক আগেও জেলার মধ্যে সাংগঠনিক ভাবে সবচেয়ে দুর্বল ছিল নলহাটি ২ পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি এলাকা থেকে হাঁসন বিধানসভার কংগ্রেস বিধায়ক মিল্টন রসিদ তৃণমূল প্রার্থী অসিত মালের চেয়ে অনেক ব্যবধানে জয়ী হয়েছিলেন। লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ও এই পঞ্চায়েত সমিতি থেকে বামফ্রন্ট প্রার্থী কামরে ইলাহির চেয়ে পিছিয়ে ছিলেন। কিন্তু, মাস তিনেক আগে বামফ্রন্ট পরিচালিত বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রেজাউল হক তৃণমূলে যোগদান করার পর থেকেই অবস্থার পরিবর্তন ঘটেছে বলে এলাকার ছোট, বড় তৃণমূল নেতারা জানিয়েছেন। তৃণমূলের পক্ষে এমন একটা অনুকূল পরিস্থিতিতেও তিনটি আসনে নির্বাচন হচ্ছে।

কেন? এর উত্তর মিলেছে তৃণমূল নেতৃত্বের মুখ থেকেই। এলাকার এক নেতার কথায়, ‘‘প্রার্থী বাছাই নিয়ে দলের কোন্দলেই ওই তিনটি আসনে গোঁজ প্রার্থী থেকে গিয়েছে।’’ বারা ২ গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে দু’টি আসনে ভোট হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর সংসদের বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী, ভবানীপুর গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা কামারুজ্জামান শেখ ওরফে মন্টুর কথায়, ‘‘আমি প্রার্থী হচ্ছি জেনে ২ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার কাগজ ঠিক করি। ৩ এপ্রিল শুনি স্কুলপাড়ার বাসিন্দা মহম্মদ মহিউদ্দিন তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। এলাকার মানুষ মহিউদ্দিনকে মেনে নিতে পারেনি। তাঁদের পরামর্শেই ৯ এপ্রিল তৃণমূলের হয়ে মনোনয়ন জমা করি। কিন্তু, দলীয় নেতৃত্ব মহিউদ্দিনকে প্রার্থী হিসেবে রেখে দেয়। তাই তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে লড়ছি।’’

কামারুজ্জামানের দাবি, এলাকায় ১২৬০ ভোটার। তৃণমূলের প্রতীকে যিনি প্রার্থী হয়েছেন তিনি ১৫০ ভোট পাবেন কি না সন্দেহ! ওই সংসদের তৃণমূল প্রার্থী মহিউদ্দিন বলছেন, ‘‘কে, কত ভোট পাবে সময়েই জানা যাবে। কিন্তু, এ ভাবে গোঁজ প্রার্থী হওয়ায় ওই লোকের বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’’ বারা ২ গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর সংসদের চক ভবানীপুর গ্রামে তৃণমূল প্রার্থী তাহমিনা খাতুনের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী মিনারা বেগমের লড়াই হতে চলেছে। বারা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ ইমাম ওরফে শিমুল বলছেন, ‘‘মিনারা বেগমের মনোনয়ন প্রত্যাহার করার জন্য দল সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মিনারার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।’’

আবার শীতলগ্রাম অঞ্চলের ১৭টি আসনের মধ্যে ১২ নম্বর সংসদ কামালপুর গ্রামে ভোট হচ্ছে। তৃণমূলের বুথ সভাপতি দেব মুখোপাধ্যায় জানান, প্রার্থী নিয়ে পুরনো তৃণমূল এবং নতুন তৃণমূলের মধ্যে মত-বিরোধে দু’জন মনোনয়ন জমা দিয়েছিলেন। দল ছন্দা মণ্ডলকে প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁর বিরুদ্ধে থাকা সুভদ্রা লেটকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত সুভদ্রা মনোনয়ন প্রত্যাহার করেননি।

তৃণমূলের নলহাটি ২ ব্লক সভাপতি বিভাষ অধিকারী অবশ্য দলের কোনও কোন্দলের কথা মানতে চাননি। তিনি বলেন, ‘‘আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক। বিরোধীরা সাংগঠনিক শক্তির অভাবে মনোনয়ন দাখিল করতে পারেনি। যেখানে পেরেছে সেখানে নির্বাচন হবে। তবে তৃণমূল প্রার্থীরাই জয়ী হবেন।’’ বিরোধীরা অবশ্য অন্য কথা বলছে। বিজেপির এক নেতার কথায়, ‘‘গা-জোয়ারি করে জেলায় ভোট করিয়ে নিয়েছে শাসকদল। নলহাটি ২ ব্লকেও সেই চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনটি আসনে ভোট হয়ে সেই অপচেষ্টায় কালি ফেলে দিল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE