Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিয়ের অনুষ্ঠান থেকে মিছিলে

এ দিন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো অভিনেতা সোহমকে নিয়ে লাগদা এলাকায় রোড-শো করেন। পুরুলিয়া জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ সুজয় বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ছিরুডি পঞ্চায়েতের বড়াডি গ্রামে।

প্রচার: (বাঁ দিক থেকে) লাগদা গ্রামে তৃণমূলের রো়ড-শো। রয়েছেন মন্ত্রী শান্তিরাম মাহাতো, সাংসদ মৃগাঙ্ক মাহাতো ও অভিনেতা সোহম চক্রবর্তী। হুড়ার হাতিবাড়ি গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে পথে সুভাষ সরকার। নিজস্ব চিত্র

প্রচার: (বাঁ দিক থেকে) লাগদা গ্রামে তৃণমূলের রো়ড-শো। রয়েছেন মন্ত্রী শান্তিরাম মাহাতো, সাংসদ মৃগাঙ্ক মাহাতো ও অভিনেতা সোহম চক্রবর্তী। হুড়ার হাতিবাড়ি গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে পথে সুভাষ সরকার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও বাঁকুড়া শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০১:৩৮
Share: Save:

প্রচারে বেরিয়ে কেউ ঢুকে পড়লেন বিয়ে বাড়িতে। কেউ আবার ব্যান্ড, তাসাপার্টি নিয়ে নামলেন রাস্তায়। শনিবার, প্রচারের শেষ দিনে দুই জেলা চষে বেড়ালেন প্রার্থী থেকে শুরু করে নেতা, মন্ত্রী, বিধায়কেরা।

এ দিন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো অভিনেতা সোহমকে নিয়ে লাগদা এলাকায় রোড-শো করেন। পুরুলিয়া জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ সুজয় বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ছিরুডি পঞ্চায়েতের বড়াডি গ্রামে। সেই গ্রামের একটি পরিবারে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে ঢুকে প্রচার সেরে নেন তিনি। এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত হুড়া ব্লক এলাকা চষে বেড়িয়েছেন বিজেপির রাজ্য সহসভাপতি সুভাষ সরকার। দলের প্রার্থীর সমর্থনে হাতিবাড়ি হুড়লুং, চাটুমমাদার গ্রামে করেছেন সাইকেল মিছিল।

রঘুনাথপুর ও পাড়ার শাসকদলের দুই বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি ও উমাপদ বাউড়িও এ দিন বিভিন্ন এলাকায় ঘুরেছেন। তবে তাঁদের দাবি, এলাকায় ঘুরে জনসংযোগের কাজ আগেই মিটে গিয়েছিল। যে সমস্ত এলাকায় সাংগঠনিক কিছু সমস্যা রয়েছে, এ দিন দলীয় প্রার্থীদের নিয়ে সেখানে ঘুরেছেন। নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ঘুরে প্রচার সেরছেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। ঝালদা ১ ব্লকের অনেক গ্রামে দলীয় প্রার্থীদের নিয়ে ঘুরেছেন কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো।

মিছিল বা পথসভার বদলে সিপিএমের নেতা ও প্রার্থীরা জোর দিয়েছিলেন ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলায়। পাড়া ব্লকে দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীননাথ লোধা বাড়ি বাড়ি ঘুরেছেন। আদ্রার সুভাষনগরে আবার সিপিএমের প্রার্থীরা বাড়িতে গিয়ে ভোটার স্লিপ দিয়ে তাঁদের ভোট দেওয়ার আবেদনটাও জানিয়ে এসেছেন।

বাঁকুড়ায় আবার শাসকদলের প্রার্থীরা প্রচারের শেষ দিনে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে গুরুত্ব দিয়েছেন। গোটা প্রচার পর্বে শুরু থেকেই তৃণমূলের রাজ্য নেতাদের জেলায় এসে প্রার্থীদের হয়ে সভা করতে দেখা গিয়েছে। এ দিন রাজ্য নেতাদের কেউ জেলায় আসেননি। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, “জঙ্গলমহল-সহ কয়েকটি জায়গায় ছোট ছোট সভা হলেও এ দিন প্রার্থীরা মূলত বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগেই জোর দিয়েছিলেন।” তৃণমূলের বাঁকুড়া ২ পঞ্চায়েত সমিতির ৭ নম্বর আসনের প্রার্থী বুদ্ধদেব শর্মা বলেন, “প্রচারের ক’দিন টানা এলাকায় ঘুরেছি। শেষ দিনও দিনভর সেটাই করলাম।’’

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র দলীয় প্রার্থীদের সমর্থনে এ দিন বাঁকুড়া ১ ব্লকের আঁচুড়িতে মিছিল করেন। পরে ওই ব্লকের কেঞ্জাকুড়াতে একটি সভাও করেন তিনি। খাতড়া মহকুমার বিভিন্ন এলাকাতেও এ দিন সভা ও মিছিল করে বিজেপি। সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি জানান, এ দিন রানিবাঁধের ঝিলিমিলি ও রাইপুরের ফুলকুসমায় বামফ্রন্টের তরফে প্রার্থীদের প্রচারে সভা হয়। এ ছাড়া দিনভর প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE