Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Chhot Pujo

কালীপুজোর মতো ছটেও বাজি রুখতে তৎপরতা বীরভূম জেলা প্রশাসনে

বীরভূম পুলিশ ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে। জেলার সমস্ত জায়গায় মাইকিং করে সবাইকে সচেতন করা চেষ্টা চলছে।

ছট পুজোর প্রস্তুতি ঘুরে দেখছেন সাঁথিয়ার পৌরপ্রশাসক বিপ্লব দত্ত।

ছট পুজোর প্রস্তুতি ঘুরে দেখছেন সাঁথিয়ার পৌরপ্রশাসক বিপ্লব দত্ত।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ২৩:১৯
Share: Save:

কালীপুজোর সময় বীরভূম জেলা জুড়ে লাগাতার অভিযান এবং সচেতনতা বাড়িয়ে হাতেনাতে ফল পাওয়া গিয়েছে। বাজির বিক্রি এবং ব্যবহার অনেকটাই কম হয়েছে এবার। ছট পুজো আসতেই আবার আশঙ্কা তৈরি হয়েছে বাজির কেনাবেচা বাড়ার। কারণ ইতিমধ্যেই ছট পুজো উপলক্ষে বাজির শব্দ মিলছে কোথাও কোথাও। তাই ছটের সময় যাতে বাজি রোখা যায় তার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছে বীরভূম জেলা পুলিশ।

বীরভূম পুলিশ ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে। জেলার সমস্ত জায়গায় মাইকিং করে সবাইকে সচেতন করা চেষ্টা চলছে। খুলে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। যেখানে ফোন করে বাজি নিয়ে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। একই সঙ্গে ছট পুজোর জন্য প্রস্তুত হচ্ছে প্রশাসন, যাতে মানুষের কোনও অসুবিধা না হয়। ছট পুজোর প্রস্তুতি দেখতে সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর ঘাট পরিদর্শন করেন পৌরপ্রশাসক বিপ্লব দত্ত।

বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, “বাজি ধরা পড়লেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাজি আটক করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এ ছাড়া, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো ও মাইকিং করে মানুষকে অনুরোধ করা হচ্ছে বাজি থেকে দূরে থাকতে। অভিযোগ এলেই আমরা কড়া ব্যাবস্থা নেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chhot Pujo Birbhum Police Baji
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE