Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সভার প্রস্তুতি বিজেপির, প্রশ্ন শাসক দলের

বিজেপি নেতৃত্ব মল্লারপুর শিববাড়ির মাঠে ১৮ নভেম্বর, রবিবারের সভার জন্য শুক্রবার থেকে মঞ্চ তৈরি করতে শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা
মল্লারপুর শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০০:৫৫
Share: Save:

মল্লারপুরে বিজেপির সভা ঘিরে চাপানউতোর তৈরি হল। বিজেপির দাবি, সভার অনুমতি পুলিশ, প্রশাসন দেয়নি। তাই বাধ্য হয়ে উচ্চ আদালতের অনুমতি নিয়ে সভার প্রস্তুতি শুরু করছেন। অন্য দিকে, তৃণমূলের দাবি সভার অনুমতিই যেখানে নেই সেখানে জোর করে সভা করা মানে বিশৃঙ্খলা ছাড়া আর কিছু নয়। পুলিশের দাবি, তাদের কাছে উচ্চ আদালতের কোনও নির্দেশ এসে পৌঁছয়নি।

বিজেপি নেতৃত্ব মল্লারপুর শিববাড়ির মাঠে ১৮ নভেম্বর, রবিবারের সভার জন্য শুক্রবার থেকে মঞ্চ তৈরি করতে শুরু করেছে। তার তদারকিতে দলের জেলা সভাপতি রামকৃষ্ণ রায় উপস্থিত ছিলেন। ওই সভায় থাকার কথা বিজেপির রাজ্য নেতৃত্বের। রামকৃষ্ণবাবু বলেন, ‘‘১৬ নভেম্বরের সভার জন্য পুলিশ, প্রশাসনের কাছে বেশ কিছু দিন আগে সভার অনুমতি চাওয়া হয়। কিন্তু, অন্য বারের মতোই সভা করার অনুমতি মেলেনি। তখন সভা করার জন্য মাঠের মালিক কর্তৃপক্ষ, অর্থাৎ শিববাড়ি মন্দির কমিটির অনুমতি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হই। আদালত সভার অনুমতি দিয়েছে। ১৮ তারিখ ওই সভা হবে।”

কিন্তু, পুলিশ তো বলছে উচ্চ আদালতের কোনও নির্দেশ শুক্রবার বিকেল পর্যন্ত আসেনি? রামকৃষ্ণবাবুর জবাব, ‘‘নির্দেশ আসেনি হয়তো। কিন্তু, সময় মতো পৌঁছে যাবে।’’ জেলা পুলিশের এক আধিকারিক জানান, মল্লারপুরের শিববাড়ির মাঠে সভা করার জন্য বিজেপির জেলা নেতৃত্ব পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু, স্থানীয় ধরণীদেবেন শিক্ষা নিকেতনের অভিভাবকরা পুলিশ এবং প্রশাসনের কাছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন সভার অনুমোদন না দেওয়ার জন্য গণ স্বাক্ষরিত আবেদন জমা দেন। প্রশাসন তাই সভার অনুমোদন দেয়নি। কোনও পক্ষপাতের ব্যাপার নেই।

ধরণীদেবেন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক চঞ্চল দাস বলেন, ‘‘পুলিশ, প্রশাসন থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে পরীক্ষা আছে কি না জানতে চাওয়া হয়েছিল। স্কুলের পক্ষ থেকে পুলিশ, প্রশাসনকে জানিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্কুলের বার্ষিক পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হয়।’’

পুলিশ, প্রশাসনের অনুমতি ছাড়া বিজেপির সভা করা নিয়ে তৃণমূল নেতৃত্ব বিজেপি উৎশৃঙ্খল মনোভাবকে দায়ী করেছেন।

তৃণমূলের ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক তথা ময়ূরেশ্বর ১ ব্লক সভাপতি অভিজিৎ রায় বলেন, “যে কোনও দল সভা করতেই পারে। তাই বলে নিয়মশৃঙ্খলা না মেনে সভা করা উৎশৃঙ্খলা করা ছাড়া কী হতে পারে?” তৃণমূলের বক্তব্য, বিজেপি যে মাঠে সভা হওয়ার কথা সেই মাঠে প্রাথমিক স্কুলচক্রের খেলা হয়েছে। সেখানে সভা হবে কী করে? দ্রুত আদালতের কাগজ জমা করার দাবিও তুলেছে তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE