Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রামপুরহাটে রাস্তায় গুলি ব্যবসায়ীকে

ওই রাতেই রামপুরহাট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন গ্রামের পঞ্চায়েত সদস্য আকবর আলি। প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনার সঙ্গে রাজনীতির যোগসাজস নেই। ব্যবসা সংক্রান্ত কোনও কারণে হামলা হতে পারে। তবে ওই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি।

গুলিবিদ্ধ: রামপুরহাট হাসপাতালে। নিজস্ব চিত্র

গুলিবিদ্ধ: রামপুরহাট হাসপাতালে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৩:২৭
Share: Save:

রাতের নির্জন রাস্তায় পড়শির মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন এক ব্যবসায়ী। অন্ধকার পথে তাঁদের ধাওয়া করে আরও একটি মোটরবাইক। তাতেও সওয়ার ছিল দু’জন। পুলিশ জানায়, রামপুরহাট-বৈধড়া সড়কে রামপুরহাট থানার আখিড়া গ্রামের কাছে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় তারা। চোয়ালে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মঙ্গলবার রাতের ঘটনা। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ইট ব্যবসায়ী নয়ন শেখের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা ওই ব্যবসায়ীর মুখগহ্বর থেকে একটি গুলি বের করেছেন।

ওই রাতেই রামপুরহাট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন গ্রামের পঞ্চায়েত সদস্য আকবর আলি। প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনার সঙ্গে রাজনীতির যোগসাজস নেই। ব্যবসা সংক্রান্ত কোনও কারণে হামলা হতে পারে। তবে ওই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রতিবেশি মহিউদ্দিন শেখের সঙ্গে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন নয়ন। সেচ বিভাগের কর্মী মহিউদ্দিন মোটরবাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন নয়ন। তাঁর মাথায় হেলমেট ছিল না।

মহিউদ্দিন বলেন, ‘‘রামপুরহাট ছ’ফুঁকো লাগোয়া হোটেলে বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলাম। রাত ১০টা ২৫ নাগাদ আখিড়া মোড়ের কাছে মোটরবাইকে সওয়ার দুষ্কৃতীরা নয়নকে গুলি করে আখিড়া গ্রামের ভিতরের রাস্তা ধরে পালিয়ে যায়।’’ মহিউদ্দিন জানান, গুরুতর জখম নয়নকে নিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে গ্রামে চলে যান। তার পরে গাড়ির ব্যবস্থা করে নয়নকে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সিদ্ধার্থ বিশ্বাস জানান, ওই ব্যক্তির মুখগহ্বর থেকে একটি গুলি বের করা হয়েছে। তাঁর জিভও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনে অস্ত্রোপচার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Injury Firing Businessman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE