Advertisement
২৪ এপ্রিল ২০২৪
সাঁইথিয়ায় বিধিভঙ্গের অভিযোগ

ক্যালেন্ডার বিলি করে বিতর্কে জড়াল দু’দল

বিধিভঙ্গের অভিযোগ পাল্টা অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপি’র বিরুদ্ধে। সাঁইথিয়ার ঘটনা। তৃণমূল অভিযোগ তুলেছে ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুশান্ত ( নোটন) রায়ের বিরুদ্ধে। বিজেপি আবার নোটনের সর্ম্পকিত ভাই বিজেপি কর্মী অমৃতেন্দু মজুমদারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি ও তৃণমূলের বিলি করা ক্যালেন্ডার। ছবি: অনির্বাণ সেন।

বিজেপি ও তৃণমূলের বিলি করা ক্যালেন্ডার। ছবি: অনির্বাণ সেন।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০১:১১
Share: Save:

বিধিভঙ্গের অভিযোগ পাল্টা অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপি’র বিরুদ্ধে। সাঁইথিয়ার ঘটনা। তৃণমূল অভিযোগ তুলেছে ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুশান্ত ( নোটন) রায়ের বিরুদ্ধে। বিজেপি আবার নোটনের সর্ম্পকিত ভাই বিজেপি কর্মী অমৃতেন্দু মজুমদারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যবস্থা গ্রহণের জন্য উভয় পক্ষই থানায় হাজির হয়। উভয় পক্ষের অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অন্য দিকে, ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী কাউন্সিলর শান্তনু রায়ের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ মিলেছে বলে জানিয়েছেন জেলাশাসক পি মোহন গাঁধী। বিজেপি নেতারা জানান, তাঁরা পরে অভিযোগ করবেন।

পুর নির্বাচনকে ঘিরে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে সাঁইথিয়ায়। এরই মধ্যে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুশান্ত রায় কর্মীদের সঙ্গে নিয়ে সারদাপল্লিতে ক্যালেন্ডার ও টাকা বিলি করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। দলের শহর সভাপতি পিনাকী দত্তর দাবি, ‘‘অনেক দিন থেকেই আমাদের কাছে খবর আছে যে, সাঁইথিয়ার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের বিজেপি প্রার্থীরা টাকা দিচ্ছেন এবং নানাভাবে প্রলোভন দেখাচ্ছেন। বুধবার রাতে খবর পাই, আট নম্বর ওয়ার্ডের সারদাপলল্লি পাড়ায় বিজেপি প্রার্থী সুশান্তবাবু ও তাঁর লোকজন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ৫০০ টাকা ও একটি করে ক্যালেন্ডার উপহার দিচ্ছেন। ওই ক্যালেন্ডারে সুশান্তবাবুকে ভোট দেওয়ার কথা লেখা আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই বিজেপি’র অনেকে পালিয়ে যান।’’

সুশান্তবাবু অবশ্য প্রতীক চিহ্ন থাকা ক্যালেন্ডা বিলি করার বিষয়টি মেনে নিলেও টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, ‘‘অধিকাংশ যায়গায় আমাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে, পতাকা ফেস্টুন ছিড়ে ফেলেছে। তাই প্রচারের মাধ্যম হিসেবে ক্যালেন্ডার ছাপিয়ে ভোট চাওয়ার সিদ্ধান্ত নিই। বুধবারই প্রথম সারদাপল্লিতে ক্যালেন্ডার দেওয়া শুরু করেছিলাম। মাত্র গোটা কুড়ি ঘরে ক্যালেন্ডার দেওয়া হয়েছে। এমন সময় তৃণমূলের লোকজনের আক্রমণের মুখে পড়ি। শ্যাম বাউড়ি-সহ বেশ কিছু লোকজন আমাদেরকে গালিগালাজ করে। আমার এক ভাইকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। এ ব্যাপারে রাতে থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও নানাভাবে হুমকি দেয়। শেষ পর্যন্ত অবশ্য অভিযোগ দায়ের হয়েছে।’’ তা হলে নির্বাচন বিধি ভেঙে ক্যালেন্ডার দিতে গেলেন কেন? তাঁর দাবি, ‘‘আমি জানতাম না যে, ক্যালেন্ডারও দেওয়া যায় না। জানার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার দেওয়া বন্ধ করে দিয়েছি। না জেনে ক্যালেন্ডার দেওয়ার জন্য আমি দুঃখিত।’’ মারধরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তৃণমূলের শহর সভাপতি পিনাকী দত্ত।

অন্য দিকে, বিজেপি নেতা দুধকুমার মণ্ডল বলেন, ‘‘আমরা তো ভুল স্বীকার করে নিয়েছি। কিন্তু ৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শান্তনু রায় ঘরে ঘরে ক্যালেন্ডার বিলি করেছেন। এ ব্যাপারে আমরা কমিশনে জানাব।’’ শান্তনু রায় বলেন, ‘‘আমি প্রত্যেকবার ক্যালেন্ডার ছাপাই। এ বারও দিন ঘোষণার আগে ছাপিয়েছিলাম। এখন ক্যালেন্ডার দেওয়া বন্ধ করে দিয়েছি।’’ তৃণমূলের বিলি করা ক্যালেন্ডারেও প্রতীক চিহ্ন রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE