Advertisement
২০ এপ্রিল ২০২৪
বোলপুরে পুলিশ পেটানোয় চার্জশিট

জামিন তৃণমূল নেতার, পক্ষপাতে অভিযুক্ত পুলিশ

থানায় ঢুকে পুলিশ পেটানোয় অন্যতম অভিযুক্ত শাসক দলের নেতার নামে বোলপুরে শুরু হয়েছিল পুরভোটের প্রার্থী হিসেবে দেওয়াল লেখা। তার দু’-এক দিনের মধ্যে, গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের চোখে ‘ফেরার’ ওই নেতা। তখনই বিজেপি কটাক্ষ করেছিল, বোলপুর থানায় হামলার ছ’মাসের মধ্যে চার্জশিট দিতে না পারা জেলা পুলিশ এ বার চার্জশিট দেবে এবং আবেদন করা হলেই জামিনের সম্ভাবনা থাকবে।

সপার্ষদ। পুলিশ পেটানোর মামলায় অভিযুক্ত শেখ ওমর (গোল করে দেওয়া অংশে)-কে নিয়ে অনুব্রত ও মনিরুলের সাংবাদিক বৈঠক। আছেন সুদীপ্ত ঘোষও (সাদা জামা)।—ফাইল চিত্র।

সপার্ষদ। পুলিশ পেটানোর মামলায় অভিযুক্ত শেখ ওমর (গোল করে দেওয়া অংশে)-কে নিয়ে অনুব্রত ও মনিরুলের সাংবাদিক বৈঠক। আছেন সুদীপ্ত ঘোষও (সাদা জামা)।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২২ মার্চ ২০১৫ ০২:৪৩
Share: Save:

থানায় ঢুকে পুলিশ পেটানোয় অন্যতম অভিযুক্ত শাসক দলের নেতার নামে বোলপুরে শুরু হয়েছিল পুরভোটের প্রার্থী হিসেবে দেওয়াল লেখা। তার দু’-এক দিনের মধ্যে, গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের চোখে ‘ফেরার’ ওই নেতা। তখনই বিজেপি কটাক্ষ করেছিল, বোলপুর থানায় হামলার ছ’মাসের মধ্যে চার্জশিট দিতে না পারা জেলা পুলিশ এ বার চার্জশিট দেবে এবং আবেদন করা হলেই জামিনের সম্ভাবনা থাকবে। শনিবার পুলিশ বোলপুর আদালতে চার্জশিট জমা দিতে জামিন পেলেন বীরভূম জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি শেখ ওমর। সেই সূত্র ধরে ঘটনায় মূল অভিযুক্ত যুব তৃণমূল থেকে বহিষ্কৃত সুদীপ্ত ঘোষও ‘একই পথে’ জামিন পেতে পারেন বলে মনে করছেন বিরোধীরা।

ওই মামলায় ওমরের সঙ্গে একই দিনে আদালতে আত্মসমর্পণ করা আর এক তৃণমূল কর্মী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ও এ দিন জামিন পান। তবে আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকে জেল-হাজতে থাকা ওই দু’জন এ দিন ছাড়া পাননি। আইনজীবীরা জানিয়েছেন, জামিন সংক্রান্ত নির্দেশ বোলপুর সংশোধনাগারে পৌঁছলে তাঁরা ছাড়া পাবেন।

আসন্ন পুরভোটে বোলপুরের ৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলেরই একাংশ দেওয়াল-লিখন করেছে শেখ ওমরের নামে। এ দিন তাঁর জামিন মঞ্জুর হতেই ফের মুখ খুলেছে বিজেপি। ওমরের আত্মসমর্পণকে পুলিশ-তৃণমূলের ‘যৌথ নাটক’, দাবি করেছিলেন বিজেপির জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। এ দিন তিনি বলেন, “পুরভোটকে সামনে রেখে শাসক দল পুলিশকে কাজে লাগিয়ে চক্রান্ত করছে। বৃহস্পতিবারই স্পষ্ট হয়েছিল, ভোটে প্রার্থী করার জন্যই তৃণমূল ওমরকে আত্মসমর্পণ করতে বলেছিল।” সিপিএমের জেলা সম্পাদক রামচন্দ্র ডোম বলেন, “যাঁরা খুনের ঘটনায় মূল অভিযুক্তের নাম (সাগর ঘোষ হত্যা মামলায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল) চার্জশিট থেকে বাদ দিতে পারে, তাদের থেকে এটাই প্রত্যাশিত! আমার বিশ্বাস, বোলপুরের মানুষ এই ভণ্ডামির জবাব ভোটেই দেবেন।”

‘‘কে, কী বলল তা নিয়ে আমার কিছু বলার নেই। আইন আইনের পথে চলবে’’, বলেই ফোন কেটে দেন অনুব্রত মণ্ডল। তবে এ ব্যাপারে শাসক দলের সঙ্গে পুলিশের যোগসাজসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। পেশায় আইনজীবী মলয়বাবু সুদীপ্ত ঘোষের হয়ে আগে আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা মঞ্জুর হয়নি। মলয়বাবুর বক্তব্য, “পুলিশ যদি শাসক দলের কথাতেই চলত, তা হলে সুদীপ্তর আগাম জামিন মঞ্জুর হয়নি কেন? কাকতালীয় ভাবে পুরভোটের আগে পুলিশ চার্জশিট দেওয়ায় ও জামিন মঞ্জুর হওয়ায় বিরোধীরা প্রশ্ন তুলছেন।” জেলা তৃণমূলের শীর্ষ নেতাদের বক্তব্য, পুরভোটে প্রার্থী তালিকা এখনও প্রকাশ হয়নি। তার আগে কার নামে দেওয়াল লিখন হয়েছেতা ধর্তব্য নয়। জেলার এসপি মুকেশ কুমার এ দিন ফোন ধরেননি। এসএমএসের জবাবও আসেনি। তবে জেলা পুলিশের এক কর্তা বলেছেন, “তদন্ত শেষ হলে তবে না চার্জশিট দেওয়ার প্রশ্ন? তদন্তে সময় লেগেছে বলে এখন চার্জশিট জমা পড়েছে।”

গত ৩ সেপ্টেম্বর রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে বোলপুর থানায় ঢুকে ডিউটি অফিসারকে মারধর করার অভিযোগ উঠেছিল সুদীপ্ত, ওমর, বিশ্বজিৎ-সহ ছ’জনের বিরুদ্ধে। বোলপুর আদালতের সরকারি কৌঁসুলি ফিরোজকুমার পাল জানান, তাঁদের মধ্যে ওই ৩ জন-সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ এ দিন চার্জশিট জমা দিয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে কাজে বাধা দেওয়া, মারধর, ভীতি প্রদর্শন-সহ একাধিক অভিযোগ রয়েছে। নিখিল ঘোষ নামে এক অভিযুক্তের সম্পর্কে কোনও তথ্য না মেলায়, তাঁর নাম চার্জশিট থেকে পুলিশ বাদ দিয়েছে। ওই মামলায় বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁদের মধ্যে ওমর এবং বিশ্বজিৎবাবু ছাড়া অন্যেরা পলাতক বলে আদালতে দাবি করেছে পুলিশ।

যদিও স্থানীয় সূত্রের দাবি, দু-দু’বার আগাম জামিনের আবেদন নামঞ্জুর হওয়া সুদীপ্তকে এর মধ্যে এলাকায় দেখা গিয়েছে। তৃণমূলের সভা-সমিতি বা ওয়ার্ড কমিটির বৈঠকেও তাঁর উপস্থিতি নজর এড়ায়নি এলাকাবাসীর। বিজেপি নেতা দুধকুমারবাবুর ক্ষোভ, “শেখ ওমরের জামিনের সূত্র ধরেই দেখবেন সুদীপ্ত ঘোষও আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। পুলিশ চার্জশিট দিতে ইচ্ছাকৃত গাফিলতি করায় সেই জামিনের আবেদনও এ বার গৃহীত হওয়ার সম্ভাবনা বাড়বে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE