Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রস্তুতি শুরু সমাবর্তনের

মঙ্গলবার থেকে আম্রকুঞ্জে শুরু হয়েছে সমাবর্তনের প্রস্তুতি কাজ। আম্রকুঞ্জের বিভিন্ন জায়গা বাঁশের বেড়া দিয়ে বেরিকেড তৈরির কাজ শুরু হয়েছে।

সমাবর্তনের প্রস্তুতিপর্বে ব্যস্ত শ্রমিকেরা। বুধবার বিশ্বভারতীতে। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

সমাবর্তনের প্রস্তুতিপর্বে ব্যস্ত শ্রমিকেরা। বুধবার বিশ্বভারতীতে। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ০১:৫৭
Share: Save:

আগামী ১১ নভেম্বর বিশ্বভারতীতে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বারের সমাবর্তনে আসার কথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এ বারও আম্রকুঞ্জেই সমাবর্তনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে আম্রকুঞ্জে শুরু হয়েছে সমাবর্তনের প্রস্তুতি কাজ। আম্রকুঞ্জের বিভিন্ন জায়গা বাঁশের বেড়া দিয়ে বেরিকেড তৈরির কাজ শুরু হয়েছে। বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান পড়ুয়া, অতিথিরা সমাবর্তন অনুষ্ঠান যাতে ভাল ভাবে দেখতে পারেন তার জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানের মূল মঞ্চ জহরবেদীতে যাওয়ার জন্য একাধিক গেট তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে যোগ দিতে আসা ভিভিআইপিদের গেটটি নিরাপত্তা বলয়ে ঘেরা থাকবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও রাজ্যপালের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দিন একাধিক জায়গায় নো-এন্ট্রি জারি থাকবে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত প্রাথমিক অবস্থাতেই রয়েছে সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতির কাজ। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, ‘‘সমাবর্তনের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে। আমরা সেই কাজের উপরে নজর রাখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Visva-Bharati Convocation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE