Advertisement
২০ এপ্রিল ২০২৪
Coronavirus

ভিড় এড়াতে বাতিল দাতাবাবার মেলা, ত্রিশূল উৎসব

পাথরচাপুড়ির দাতাবাবার মেলা জেলায় অন্যতম একটি অনুষ্ঠান যেখানে দেশ-বিদেশ থেকে আসা লক্ষাধিক মানুষের জমায়েত হয়।

বিজ্ঞপ্তি: সিউড়িতে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রবেশপথে। মঙ্গলবার। নিজস্ব চিত্র

বিজ্ঞপ্তি: সিউড়িতে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রবেশপথে। মঙ্গলবার। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৭:২৫
Share: Save:

করোনাভাইরাসের আতঙ্কের আবহে জেলায় একাধিক জমায়েতের আয়োজন নিয়ে প্রশ্ন উঠছিলই। শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল একাধিক অনুষ্ঠান। সেই তালিকায় যেমন রয়েছে পাথরচাপুড়ির দাতাবাবার মেলা, সিউড়িতে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রিশূল উৎসবের মতো বড় অনুষ্ঠান, তেমনই রয়েছে ছোটখাটো একাধিক অনুষ্ঠান। তবে সব ক্ষেত্রেই অনুষ্ঠান বাতিলের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আয়োজকেরা।

পাথরচাপুড়ির দাতাবাবার মেলা জেলায় অন্যতম একটি অনুষ্ঠান যেখানে দেশ-বিদেশ থেকে আসা লক্ষাধিক মানুষের জমায়েত হয়। গোটা দেশে যেখানে করোনা সংক্রমণ ঠেকাতে বড় জমায়েত এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে সেখানে এই অনুষ্ঠান কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। মঙ্গলবার দুপুরে সিউড়িতে জেলা পরিষদের সভা কক্ষে পাথরচাপুড়ির মেলা নিয়ে একটি বৈঠক করেন জেলা প্রশাসন ও মেলা কমিটির সদস্যরা। সেই বৈঠকের পরে মেলা বন্ধের কথা ঘোষণা করেন পাথরচাপুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মইনুদ্দিন শামস।

উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছাড়া এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ-সহ অন্যান্যরা। এ দিনের বৈঠক শেষে মইনুদ্দিন বলেন, ‘‘করোনাভাইরাসের আতঙ্ক সারা পৃথিবীতে ছড়িয়েছে। তাই আমরা সমস্ত দিক আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে এ বছর পাথরচাপুড়ি মেলা হবে না। তবে ধর্মীয় রীতি যা আছে তা পালন করা হবে।’’ মেলা কমিটির সদস্য কাজি ফরজুদ্দিন বলেন, ‘‘ওই মারণ ভাইরাসের সংক্রমণের কারণে সারা পৃথিবীতে ভয়াবহ অবস্থা। এই অবস্থায় মেলা বাতিল করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না।’’

চলতি মাসের ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত মেলা হওয়ার কথা ছিল। ২৪ তারিখ রাতে তাঁদের মূল ধর্মীয় অনুষ্ঠান হবে। কিন্তু সেই ধর্মীয় রীতি রেওয়াজ নিয়মানুসারে পালন হলেও মেলা হবে না। তাছাড়া ওই মেলা থেকে কয়েক কোটি টাকা আয় হয়। কিন্তু মেলা কমিটির সদস্যদের দাবি, এই বছর মেলা না হওয়ায় সেই টাকাও আয় হবে না। মেলা বাতিলের খবর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যও ব্যাপক প্রচার করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

পাথরচাপুড়ি মেলার পাশাপাশি করোনাভাইরাসের আতঙ্কের কারণে বাতিল করা হয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রিশূল উৎসব। সিউড়ি শাখার পক্ষ থেকে এই ত্রিশূল উৎসব আয়োজনের কথা ছিল। এ দিন আশ্রমের সামনে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ২০২০ সালের ভারত সেবাশ্রম সঙ্ঘের সিউড়ি শাখার ত্রিশূল উৎসবে নির্ধারিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তবে বিকেলে ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে জানানো হয় কেবল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, এ বছর সম্পূর্ণ অনুষ্ঠানই বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের সিউড়ি শাখার পক্ষ থেকে স্বামী সত্যশিবানন্দ বলেন, ‘‘করোনাভাইরাসের আতঙ্কের কারণে ত্রিশূল উৎসব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও প্রকার অনুষ্ঠান ওই দিন হবে না।’’

জমায়েত এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল পাইকর থানার আমডোল গ্রামে ভারত সেবাশ্রম সঙ্ঘের বার্ষিক মহোৎসব ও লম্বাপাড়া গ্রামে জলসা। প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে প্রথমে আমডোল হিন্দু মিলন মন্দিরে যান মুরারই ২ ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস ও পাইকর থানার পুলিশ। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করা হয়। আলোচনায় মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের কথা মেনে নেন। তার পরেই প্রশাসনের আধিকারিকেরা লম্বাপাড়া কারবালা মাঠের একটি স্কুলে জলসা কমিটি ও গ্রামের মানুষজনকে নিয়ে বৈঠকে বসেন। সেখানেও জলসা কমিটিকে জলসা বন্ধ করে পরবর্তী দিনে করার জন্য অনুরোধ করেন। জলসা কমিটিও প্রশাসনের কথা মেনে নেন। করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছে কল্পনা স্মৃতি নৃত্যায়ন পরিচালিত সাঁইথিয়া মিলনোৎসব অনুষ্ঠানও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Suri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE