Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

পরীক্ষা কম বলে উদ্বেগে স্বাস্থ্য দফতর

রামপুরহাট স্বাস্থ্য জেলায় দৈনন্দিন আরটিপিসিআর ও র‍্যাপিড টেস্ট সব মিলিয়ে ৩৫০ থেকে ৪০০ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ০০:৫৯
Share: Save:

করোনা সন্দেহে দৈনন্দিন পরীক্ষার সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতেও রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা খুবই কম হচ্ছে বলে স্বাস্থ্য আধিকারিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। রামপুরহাট স্বাস্থ্য জেলার প্রতিটি ব্লকে করোনা সন্দেহে পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দৈনন্দিন করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির ব্যপারে জোর দিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। করোনা সন্দেহে পরীক্ষা বৃদ্ধির জন্য শনিবার বীরভূম স্বাস্থ্য জেলার আধিকারিকদের পাশাপাশি রামপুরহাট স্বাস্থ্য জেলার আধিকারিকদের বৈঠক করেন স্বাস্থ্য ভবনের ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সারভিস অসিত বিশ্বাস।

রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান, রামপুরহাট স্বাস্থ্য জেলায় দৈনন্দিন আরটিপিসিআর ও র‍্যাপিড টেস্ট সব মিলিয়ে ৩৫০ থেকে ৪০০ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য ভবন থেকে রামপুরহাট স্বাস্থ্য জেলায় দৈনন্দিন ১০৮০ জনের করোনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, ‘‘রামপুরহাট স্বাস্থ্য জেলার অধীন ৮টি ব্লকে করোনা সন্দেহে পরীক্ষা বাড়াতে হবে। সেই সঙ্গে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে দৈনন্দিন করোনা পরীক্ষা বৃদ্ধি করতে হবে।” মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, বর্তমানে রামপুরহাট মেডিক্যালে ৮ থেকে ১০ জন করোনা সন্দেহে পরীক্ষা করা হচ্ছে। এই সংখ্যাও বাড়াতে হবে। রামপুরহাট মেডিক্যালে দৈনন্দিন ১০০ জনের করোনা পরীক্ষা করলে স্বাস্থ্য ভবন থেকে দেওয়া লক্ষ্যমাত্রায় পৌঁছতে সুবিধা হবে।

রামপুরহাট স্বাস্থ্য জেলার এক আধিকারিক জানান, অন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে বহির্বিভাগে যে সমস্ত রোগী চিকিৎসা করাতে আসেন তাঁদের মধ্যে করোনা সন্দেহে অনেকের পরীক্ষা করা হয়। রামপুরহাট মেডিক্যালে বহির্বিভাগে খুব সংখ্যক করোনা পরীক্ষা করা হয়। কেবলমাত্র জরুরি বিভাগে ভর্তি রোগীদের মধ্যে করোনা পরীক্ষা করা হয়। যার ফলে রামপুরহাট মেডিক্যালে করোনা পরীক্ষা কম হচ্ছে বলে তাঁর মত।

তবে করোনা পরীক্ষা যে কম হচ্ছে তা মানতে চাননি মেডিক্যাল কর্তৃপক্ষ। হাসপাতালের এমএসভিপি পলাশ দাস জানান, মেডিক্যালে রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে যতগুলি নমুনা পাঠানো হয় সেই সমস্ত নমুনাগুলি পরীক্ষা করা হয়। এ ছাড়া জ্বর সর্দি কাশির উপসর্গ নিয়ে যে সমস্ত রোগী ভর্তি হচ্ছেন তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হয়। তাঁর কথায়, ‘‘হাসপাতালের বহির্বিভাগে করোনা সন্দেহে নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। একজন টেকনিশিয়ান প্রতিদিন দুপুর তিনটে পর্যন্ত করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করার জন্য ডিউটি করেন। জ্বর সর্দি কাশির উপসর্গ আছে এমন রোগীদের নমুনা সংগ্রহ করা হয়। কেউ যদি পরীক্ষা করতে না চান তাকে তো জোর করা যায় না।’’

করোনা পরীক্ষা বাড়ানো নিয়ে এ দিন স্বাস্থ্য ভবনের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরে প্রতিটি ব্লকে দৈনন্দিন ১০০ জনের নমুনা সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে ওই নির্দেশ কার্যকর করা হবে বলে রামপুরহাট স্বাস্থ্য জেলার এক আধিকারিক জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE