Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Protest

নাচে, গানে প্রতিবাদে স্বস্তি 

সবাইকে স্বস্তি দিয়ে মেলার মাঠ ঘেরা আটকাতে শান্তিপূর্ণ আন্দোলনের রাস্তায় হাঁটল ‘পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি’। শান্তিনিকেতন দমকল অফিসের সামনে রাস্তার উপরে অস্থায়ী মঞ্চ তৈরি করে রবীন্দ্রসঙ্গীত, বাউলের মধ্য দিয়ে মাঠ ঘেরার প্রতিবাদ জানান কয়েক’শো মানুষ।

 প্রস্তুত: পৌষমেলার মাঠে আনা হয়েছে জলকামান। নিজস্ব চিত্র।

প্রস্তুত: পৌষমেলার মাঠে আনা হয়েছে জলকামান। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:৪২
Share: Save:

কমিটির সদস্য সুনীল সিংহ বলেন, “প্রতিবাদের কোনও নির্দিষ্ট ভাষা হয় না। পরিস্থিতি অনুযায়ী তা বদলে যায়। আমরা পাঁচিলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। কারণ, আমরা চাই আইনি পথেই এই জটিলতার নিরসন হোক। সেই পরিস্থতিতে অশান্তি হলে তা ন্যায়বিচারের অন্তরায় হতে পারে।” এ দিন অস্থায়ী মঞ্চের সামনে উপস্থিত প্রত্যেকে মুখে কালো কাপড় বেঁধে মেলার মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cultural Protest Shantiniketan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE