Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সমস্যা জানাতে ‘জনতার দরবারে’ এ বার ফর্ম বিলি

বার্ধক্যভাতা, বিধবাভাতা ও আবাস যোজনা ছাড়া, বহু প্রকল্প তাঁদের কাছে অজানাই থেকে গিয়েছে।  মৎস্য দফতরের কর্মীদের পেনশন, তাঁতশিল্পীদের সুবিধা, সাধারণ যে কোনও শিল্পীর ভাতা ও সহায়তা, গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস, গতিধারার সুযোগ পেতে পারে জনতা। কিন্তু এ সব প্রকল্পের বেশ কয়েকটির নামই শোনেননি উপভোক্তারা। প্রশাসনিক উদ্যোগে তাঁদের পূরণ করা বিবরণ থেকে সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।

মুখোমুখি। নিজস্ব চিত্র

মুখোমুখি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
 বিষ্ণুপুর শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০২:০২
Share: Save:

‘জনতার দরবার’-এ নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে নিজেদের সমস্যা জানাতে ইস্ততত করছেন অনেকেই। এমনটাই পর্যবেক্ষণ বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের। তাই এ বার ফর্মের মাধ্যমে নিজেদের সমস্যা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিষ্ণুপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বড়কালীতলায় আয়োজিত ‘জনতার দরবার’ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।

বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কি না, তা জানতে রাজ্য প্রশাসনের নির্দেশে ব্লক ও পুরসভা শহরে বসছে ‘জনতার দরবার’। দিন দু’য়েক আগে মাধবগঞ্জে তেমনই এক দরবার বসে। সে দিন জনগণের তরফে ভাল সাড়া মিললেও অনেকে প্রতিনিধিদের সামনে কিছু বলতে পারেননি, এমনটাই মনে করেন মহকুমাশাসক (বিষ্ণুপুর) মানস মণ্ডল। এই পরিপ্রেক্ষিতে কেউ সকলের সামনে কিছু বলতে রাজি না থাকলে, নির্দিষ্ট ফর্মে তা উল্লেখ করে মহকুমা দফতরে জমা দেওয়ার ব্যবস্থা করেছে মহকুমা প্রশাসন। পরে সে অনুযায়ী, ব্যবস্থা নেওয়া হবে। এসডিও বলেন, ‘‘সরকারি সব প্রকল্পের কথা এখনও জানেন না সাধারণ মানুষ। বার্ধক্যভাতা, বিধবাভাতা ও আবাস যোজনা ছাড়া, বহু প্রকল্প তাঁদের কাছে অজানাই থেকে গিয়েছে। মৎস্য দফতরের কর্মীদের পেনশন, তাঁতশিল্পীদের সুবিধা, সাধারণ যে কোনও শিল্পীর ভাতা ও সহায়তা, গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস, গতিধারার সুযোগ পেতে পারে জনতা। কিন্তু এ সব প্রকল্পের বেশ কয়েকটির নামই শোনেননি উপভোক্তারা। প্রশাসনিক উদ্যোগে তাঁদের পূরণ করা বিবরণ থেকে সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।”

হাতের কাছে এসডিওকে পেয়ে খুশি স্থানীয়েরাও। তবে শুধু আলোচনা নয়, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ হোক, চাইছেন জনতার দরবারে আসা মানুষজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birbhum Civic Problem
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE