Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গাজন দেখে ফেরার পথে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

গাজন দেখে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিটকু কালিন্দী (৬৫)। তিনি বাঘমুণ্ডি থানার হেঁসাডি গ্রামের বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
বাঘমুণ্ডি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০১:০২
Share: Save:

গাজন দেখে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিটকু কালিন্দী (৬৫)। তিনি বাঘমুণ্ডি থানার হেঁসাডি গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে শুক্রবার ভোর চারটে নাগাদ স্থানীয় ভুঁইঘরা গ্রামে। খবর পেয়ে সকালে বনকর্মীরা ও দফতরের আধিকারিকেরা গিয়ে মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠান।

পাহাড়ের রাঙা গ্রামে গাজনের মেলা চলছে। মিটকুবাবু গ্রামের কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার রাতে ওই গ্রামে গাজন দেখতে গিয়েছিলেন। গাজনে ছৌ নাচ দেখে এ দিন ভোর চারটে নাগাদ বাড়ি ফেরার পথে তাঁরা ভুঁইঘরা গ্রামে একটি বুনো দাঁতালের মুখোমুখি পড়ে যান। অন্য দু’জন সেখান থেকে পালিয়ে গেলেও এই ব্যক্তি সরতে পারেননি। তিনি দাঁতালের মুখোমুখি পড়ে যান। দাঁতালটি তাঁকে শুঁড়ে জড়িয়ে আছাড় মারে। বন দফতর সূত্রের খবর, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বন দফতরের আশঙ্কা, এই এলাকায় দলছুট একটি দাঁতাল আগে হামলা চালাচ্ছিল। ওই দাঁতালই ফিরে এসে মিটকুবাবুকে আক্রমণ করে বলে বনকর্মীরা মনে করছেন।

একটি দলছুট দাঁতাল ঝালদা রেঞ্জ এলাকায় ক্ষয়ক্ষতি চালানোর পরে বনকর্মীরা যখন তার গতিবিধি মাপতে শুরু করেন, তখনই আচমকা উধাও হয়ে যায়। তবে কয়েকমাস আগে তাকে দেখা গিয়েছিল ঝালদা রেঞ্জ এলাকায়। বাঘমুণ্ডির রেঞ্জ অফিসার মনোজকুমার মল্ল বলেন, ‘‘আমরা এলাকায় এই দাঁতালটির গতিবিধি সম্পর্কে খোঁজ করছি। আশপাশের গ্রামগুলিতে নজরও রাখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant attack Elderly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE