Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তৃণমূলে যোগ চলছেই

নির্বাচনের পরে অন্য দলের নেতা কর্মীদের শাসকদলে যোগ দেওয়া অব্যাহত রইল জেলায়। রবিবার তৃণমূলে যোগ দিলেন ঝালদা ১ ব্লকের প্রাক্তন ফব সভাপতি চণ্ডীচরণ সিং সর্দার-সহ কয়েক জন সদস্য। স্থানীয় কো-অপারেটিভ মাঠে তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো এবং বাঘমুণ্ডি কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী সমীর মাহাতোর উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগ দেন।

নিজস্ব সংবাদদাতা
ঝালদা শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৭:২৯
Share: Save:

নির্বাচনের পরে অন্য দলের নেতা কর্মীদের শাসকদলে যোগ দেওয়া অব্যাহত রইল জেলায়। রবিবার তৃণমূলে যোগ দিলেন ঝালদা ১ ব্লকের প্রাক্তন ফব সভাপতি চণ্ডীচরণ সিং সর্দার-সহ কয়েক জন সদস্য। স্থানীয় কো-অপারেটিভ মাঠে তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো এবং বাঘমুণ্ডি কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী সমীর মাহাতোর উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিরামবাবু। তৃণমূল নেতৃত্বের দাবি, শনিবার ঝালদা ২ ব্লকের টাটুয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ তিন জন কংগ্রেস সদস্যও তৃণমূলে যোগ দিয়েছেন। ওই গ্রাম পঞ্চায়েতের মোট ১১টি আসনের মধ্যে সিপিএমের ৫টি, কংগ্রেসের ৪টি এবং তৃণমূল ২টি দখলে ছিল। সিপিএমের ৫ সদস্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। বর্তমানে কংগ্রেসের ৩ সদস্যও তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াল ১০টি। শান্তিরামবাবু বলেন, ‘‘মানুষ বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলাকে উন্নয়নের পথ দেখাতে পারেন। তাই তাঁরা নেত্রীর হাত শক্ত করছেন। অন্যদিকে, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল মানবাজার ২ ব্লকের আঁকরো-বড়কদম অঞ্চলের জামবনি গ্রামের ১৫টি পরিবার। তাঁদের মধ্যে রয়েছেন মানবাজার ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সিপিএমের সুমিত্রা সিং-এর স্বামী রবিলোচন সিং। ওই ব্লকের তৃণমূল সভাপতি হংসেশ্বর মাহাতো জানান, রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা দলে যোগ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhalda Forward Bloc Joined TMC TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE