Advertisement
১৯ এপ্রিল ২০২৪
চিকিৎসার জন্য তহবিল

পূজার পাশে চেনা-অচেনা অনেক বন্ধু

রঘুনাথপুর কলেজের পড়ুয়া স্বর্ণ চক্রবর্তী, নয়না চক্রবর্তীরা জানান, পুরো ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে তাঁরা সাহায্যের আবেদন তুলে ধরেছেন। স্বর্ণ বলেন, ‘‘প্রচুর মানুষ সাহায্য করতে চাইছেন।’’

সেই ছাত্রী।

সেই ছাত্রী।

শুভ্রপ্রকাশ মণ্ডল
রঘুনাথপুর শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৭:২০
Share: Save:

মাস খানেক আগে রঘুনাথপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীটির রক্তে ক্যানসার ধরা পড়েছিল। বাবা আনাজ বিক্রি করেন। অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। এ দিকে, চিকিৎসার জন্য দরকার কয়েক লক্ষ টাকা। সেটা কোথা থেকে আসবে ভেবে যখন থই পাচ্ছেন না অভিভাবকেরা, চেনা-অচেনা অনেক মানুষ। পূজা গড়াই নামে ওই ছাত্রীর চিকিৎসার খরচের বেশ কিছুটা ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন তাঁরা।

প্রথম ধাপে প্রায় বিরাশি হাজার টাকা সংগ্রহ করে পূজার পরিবারের হাতে তুলে দিয়েছেন রঘুনাথপুর কলেজের পড়ুয়ারা। অন্য দিকে, মূলত পড়ুয়াদের নিয়ে তৈরি আনাড়ার সংস্থা ‘দ্য ওয়ান’ নেমেছে পথে। সংস্থাটির তরফে পুরুলিয়া পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্ণব গঙ্গোপাধ্যায় জানান, আনাড়া, আদ্রা, রঘুনাথপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরে তাঁরা হাজার তিরিশেক টাকা সংগ্রহ করে ফেলেছেন। অনলাইনে প্রচার করে জোগাড় হয়েছে আরও প্রায় কুড়ি হাজার টাকা। সবটা মিলিয়ে রবিবার পূজার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

কাশীপুর ব্লকের গৌরাঙ্গডি গ্রামের বাসিন্দা পূজা রঘুনাথপুর কলেজে পড়েন। বাংলা অনার্স। দ্বিতীয় বর্ষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি। বাবা কৃষ্ণপদ গড়াই বলেন, ‘‘এলাকায় চিকিৎসা করিয়েও কাজ হচ্ছিল না। মেয়েকে নিয়ে গিয়েছিলাম বাঁকুড়ার একটা নার্সিংহোমে। সেখানেই বিভিন্ন পরীক্ষার পরে রক্তে ক্যানসার ধরা পড়ে।’’ রোগের নাম শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল কৃষ্ণপদর। বাঁকুড়াতেই চিকিৎসকেরা জানিয়েছিলেন, খরচ হবে লক্ষাধিক টাকা।

আবেদন: রঘুনাথপুর কলেজের ছাত্রছাত্রীদের অর্থ সংগ্রহ। নিজস্ব চিত্র

এ দিকে, পূজার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল কলেজের সহপাঠীদের মধ্যে। তাঁরাই কৃষ্ণপদর চিন্তা ভাগ করে নেন। পূজাকে ভর্তি করানো হয় জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে। এখন রঘুনাথপুর কলেজের ছাত্র সংসদের সহায়তায় কলেজে আর কলেজের বাইরে সমান তালে চলছে টাকা সংগ্রহ। ছাপানো হয়েছে ব্যানার। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক চিরঞ্জিৎ গঙ্গোপাধ্যায় জানান, গত আট-দশ দিনে আশাতীত সাড়া মিলেছে। সংগ্রহ হয়েছে বিরাশি হাজার টাকা। বুধবার সেই টাকা গৌরাঙ্গডিতে গিয়ে পূজার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘এটা প্রথম পর্যায়। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে টাকা দিতে চাইছেন। অগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা টাকা জোগাড় করার কাজটা চালিয়ে যাব।’’

অন্য দিকে, ক্যানসার আক্রান্ত ছাত্রীর সাহায্যে পথে নেমেছে পাড়া ব্লকের আনাড়ার সংস্থা ‘দ্য ওয়ান’। সংস্থার প্রায় সমস্ত সদস্যই পড়ুয়া। তাঁদের অনেকে পড়েন অন্য কলেজে। পূজার সঙ্গে সরাসরি পরিচয় নেই অনেকের। মানবিকতার টান তাঁরাও নেমেছেন পথে। চষে বেড়াচ্ছেন আদ্রা, আনাড়া, রঘুনাথপুর, কাশীপুর, ঝাপড়া, পাড়া। অর্ণব গঙ্গোপাধ্যায়, সৌরভ চৌধুরী, কিঙ্কর বিশ্বাসরা বলেন, ‘‘আমাদের সংস্থার কয়েকজন রঘুনাথপুর কলেজের ছাত্র। তাঁদের মুখেই ঘটনাটি শুনে ঠিক করেছিলাম কিছু একটা করতে হবে।’’

আবেদন: পড়ুয়াদের সংস্থার অর্থ সংগ্রহ। নিজস্ব চিত্র

এই কাজে বড় হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াও। রঘুনাথপুর কলেজের পড়ুয়া স্বর্ণ চক্রবর্তী, নয়না চক্রবর্তীরা জানান, পুরো ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে তাঁরা সাহায্যের আবেদন তুলে ধরেছেন। স্বর্ণ বলেন, ‘‘প্রচুর মানুষ সাহায্য করতে চাইছেন। আমরা পূজার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা দিতে বলছি।” পূজার পরিবার সূত্রে জানা গিয়েছে, এ ভাবে অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় কুড়ি হাজার টাকা। পূজার মা পার্বতী গড়াই বলেন, ‘‘এখন আশায় বুক বেঁধেছি। যে ভাবে সবাই এগিয়ে এসেছেন, সেটা অভাবনীয়।’’ ‘দ্য ওয়ান’-এর নিজস্ব ফেসবুক পেজেও সাহায্যের আবেদন জানানো হয়েছে। সেই সূত্রেও কিছু টাকা জোগাড় হয়েছে। অর্ণব বলেন, ‘‘অনলাইনে পাওয়া টাকা এখনও নগদ করা হয়নি। সেটা হয়ে গেলেই আমরা পঞ্চাশ হাজার টাকা পুজার পরিবারের হাতে দিয়ে আসব।”

রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায় জানান, কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও পূজার চিকিৎসার জন্য টাকা জোগাড় করছেন। তিনি বলেন, ‘‘সহপাঠীকে সুস্থ করে তোলার যে তাগিদ নিয়ে ছাত্রছাত্রীরা কয়েক দিনে আশি হাজারেরও বেশি টাকা জোগাড় করেছে, এখনকার সময়ে দাঁড়িয়ে সেটা আমাদের আশার আলো দেখাচ্ছে। এখনও সমাজ থেকে মানবিকতা হারিয়ে যায়নি, সেটা ওরা দেখিয়ে দিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raghunathpur Student Charity Cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE