Advertisement
২০ এপ্রিল ২০২৪

পুরুলিয়ায় মদের ঠেকে হানা, ধৃত চার

পুলিশ জানিয়েছে, ধৃত ভূতনাথ ভুঁইয়ার বাড়ি পুরুলিয়া সদর থানা এলাকার দুলমি এলাকায়। তিনি এলাকায় বেআইনি ভাবে দেশি মদের কারবার চালাতেন বলে পুলিশের কাছে অভিযোগ ছিল।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০১:১৮
Share: Save:

জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ মদের কারবার চালানোর অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার পুরুলিয়া সদর, পুরুলিয়া মফস্‌সল, হুড়া ও বান্দোয়ান থানা এলাকার কয়েকটি ঠেকে স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই এলাকাগুলি থেকে বিভিন্ন জায়গা থেকে চার জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত ভূতনাথ ভুঁইয়ার বাড়ি পুরুলিয়া সদর থানা এলাকার দুলমি এলাকায়। তিনি এলাকায় বেআইনি ভাবে দেশি মদের কারবার চালাতেন বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় এই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে বমাল পাকড়াও করা হয়।

একই ভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় হুড়া থানা এলাকার মধুবন ও শামুকগড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। চোলাই তৈরির অভিযোগে শহর গোপ ও জিতেন মুর্মু নামে দুই ব্যক্তিকে দুই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ৩৮ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়। সেই রাতে বান্দোয়ানের ধাদকা গ্রামে হানা দিয়ে অক্ষয় সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বাড়িতে চোলাই তৈরি করতেন বলে অভিযোগ। সেখানে মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যায় পুরুলিয়া মফস্‌সল থানার চিড়কা মোড়ে এলাকায় স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। বিকাশ চন্দ্র মাহাতো নামে এক ব্যক্তিকে বমাল পাকড়াও করা হয়। অভিযুক্ত লাইসেন্স ছাড়াই দেশি মদের কারবার চালাতেন বলে অভিযোগ। এই ব্যক্তির হেফাজত থেকেও বেশ কয়েক লিটার দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের শুক্রবার আদালতেও তোলা হয়। এই অভিযান চলবে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooch Illegal Illegal Hooch Industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE