Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sister Nivedita

নিবেদিতার মূর্তি

ফাইবারের মূর্তিটি তৈরি করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

কেন্দা থানার বালকডি কেবিএম হাইস্কুলে। নিজস্ব চিত্র।

কেন্দা থানার বালকডি কেবিএম হাইস্কুলে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
মানবাজার শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ০০:০৭
Share: Save:

পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রাক্তনীদের আর্থিক সহায়তায় বুধবার কেন্দার বালকডি কেবিএম হাইস্কুলে ভগিনী নিবেদিতার মূর্তি বসানো হল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায় মূর্তির উন্মোচন করেন।

কেন্দা থানার বালকডি কেবিএম হাইস্কুলের প্রধান শিক্ষক তাপসকুমার মাহাতো জানান, তাঁরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ১৯৮১ সালের ব্যাচের প্রাক্তনীরা কয়েক বছর হল জোটবদ্ধ হয়ে নানা কাজ করছেন। তাঁদের সহায়তায় ইতিপূর্বে ওই স্কুল চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো হয়েছে। এ ছাড়া ঠাণ্ডা জলের যন্ত্র, স্কুল চত্বরে সিসি ক্যামেরাও বসানো হয়েছে। তিনি বলেন, ‘‘বিবেকানন্দের মূর্তি বসানোর সময়ে সবাই মিলে ঠিক করেছিলেন, জন্মের সার্ধ্ব শতবর্ষ উপলক্ষে স্কুল চত্বরে ভগিনী নিবেদিতার মূর্তিও বসানো হবে। ফাইবারের মূর্তিটি তৈরি করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে।’’

বালকডি কেবিএম হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত মাহাতো জানান, স্কুলের উন্নয়নের জন্য তেমন কোনও তহবিল নেই। প্রধান শিক্ষকের বন্ধুরা বিভিন্ন সময় স্কুলের উন্নয়নে পাশে রয়েছেন। মূর্তির উন্মোচন উপলক্ষে তাঁদের অনেকেই এ দিন স্কুলে এসেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sister Nivedita Manbazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE