Advertisement
২৫ এপ্রিল ২০২৪
BJP

বিজেপিতে কি শ্যাম ‘কোণঠাসা’, জল্পনা

রামসাগরে বিজেপির সভায় শ্যামবাবু ডাক পেলেও তা পাননি তাঁর অনুগামী প্রাক্তন কাউন্সিলরেরা।

বাড়িতে শ্যামবাবু। নিজস্ব চিত্র।

বাড়িতে শ্যামবাবু। নিজস্ব চিত্র।

অভিজিৎ অধিকারী
বিষ্ণুপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ০১:৪৮
Share: Save:

বিজেপির সদ্য গঠিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটিতে প্রাক্তন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় বা তাঁর সঙ্গী তৃণমূলত্যাগী ন’জন প্রাক্তন কাউন্সিলরদের কারও জায়গা না হওয়ায় শহরে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবারই সভাপতি-সহ ১৯ জনের জেলা কমিটি গঠিত হয়েছে। কিন্তু সেই কমিটিতে বিষ্ণুপুরের সাড়ে তিন দশকের প্রাক্তন পুরপ্রধান শ্যামবাবুকে কেন রাখা হল না তা নিয়ে তাঁর অনুগামীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

যদিও বুধবার সকালে শ্যামবাবু নিজের বাড়িতে বসে দাবি করেন, ‘‘আমি এই কমিটি নিয়ে ভাবছি না। আমি যখন বিজেপি পরিবারের এক জন সদস্য, তখন দলই ভাববে আমার বিষয়ে।’’ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তির দাবি, “শ্যামবাবু বড় মাপের নেতা। দলের কেন্দ্রীয় কমিটির হাত ধরেই তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তাঁর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।”

১৭ ডিসেম্বর শ্যামবাবু, পরের দিন তাঁর ঘনিষ্ঠ ন’জন প্রাক্তন কাউন্সিলর তৃণমূলে ইস্তফা দেন। ১৯ ডিসেম্বর তাঁরা মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন। তবে শ্যামবাবুকে দলে নেওয়ার বিরোধিতা করেন বিষ্ণুপুরের বিজেপি কর্মীরা। তাঁরা দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান, শহরের পথে মিছিল করেন। শ্যামবাবু অবশ্য সে সবে আমল না দিয়ে গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে ২০ ডিসেম্বর থেকেই বিষ্ণুপুরের পথে নিজের নতুন রাজনৈতিক পরিচয় তুলে ধরে জনসংযোগে নেমে পড়েন। চায়ের দোকান থেকে রকের আড্ডায় ক’দিন ধরে সঙ্গীদের নিয়ে ঘোরেন। বাসিন্দারা জানাচ্ছেন, তারপরে আর সে ভাবে তাঁকে পথে দেখা যাচ্ছে না। দেখা যায়নি বিজেপির মিছিল বা কোনও কর্মসূচিতেও। এত দিনেও তিনি যাননি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়েও।

জেলা রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, পুরুলিয়ার এক কংগ্রেস বিধায়ক ও তৃণমূলের এক জেলা নেতা বিজেপিতে আসার পরে তাঁদের সে দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে। তাহলে শ্যামবাবুকে কেন দেখা যাচ্ছে না? তাঁদের প্রশ্ন— নতুন দলে শ্যামবাবু কি কোণঠাসা হয়ে পড়েছেন?

শ্যামবাবু দাবি করেন, ‘‘কোণঠাসা হব কেন? মঙ্গলবারই বিজেপির ডাকে রামসাগরে দলের নেতা অমর শাখার সঙ্গে সভা করেছি। শুভেন্দু অধিকারীর মাধ্যমে রাজ্য বিজেপির নির্দেশ পেলেই আনুষ্ঠানিক ভাবে দলের জেলা কার্যালয়ে যাব। আশাকরি দু’-চার দিন পরেই তা সম্ভব হবে। এখন পাড়ায় পাড়ায় বিজেপির প্রচার করছি।”

শ্যামবাবুকে কেন দলীয় কর্মসূচিতে ডাকা হচ্ছে না? বিজেপির জেলা সভাপতি বলেন, “দলের কেন্দ্রীয় কমিটির হাত ধরে বিজেপিতে এসেছেন শ্যামবাবু। নির্দেশ না পেলে আমরা তাঁকে ডাকতে পারি না।” শ্যামবাবুকে নিয়ে রামসাগরে সভা করা বিজেপির জেলা সহ-সভাপতি অমরনাথ শাখা বলেন, “রামসাগর অঞ্চলে সম্মেলনে এলাকার ভূমিপুত্র শ্যামবাবুকে ডেকেছিলাম। তবে তিনি পাকাপাকি ভাবে বিজেপিতে যোগ দিলেও তাঁর অনুগামীদের অনেকেই তৃণমূলের মিছিলে এখনও হাঁটছেন।’’

রামসাগরে বিজেপির সভায় শ্যামবাবু ডাক পেলেও তা পাননি তাঁর অনুগামী প্রাক্তন কাউন্সিলরেরা। তাঁদের মধ্যে রবিলোচন দে, আনন্দ রায় বলেন, ‘‘আমরা এখন নিজেদের ব্যবসায় মন দিয়েছি। পরিস্থিতির উপরে নজর রাখছি। তবে শ্যামবাবু যেখানে, আমরাও সেখানে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Bishnupur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE