Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রাণ বাঁচানোর প্রশিক্ষণ বিষ্ণুপুরের স্কুলে

কী করে জীবন বাঁচানোর চেষ্টা করা যায় তা শেখাতে শিবির হল বিষ্ণুপুরের রাধানগর গ্রামে। শনিবার সকালে রাধানগর হাইস্কুল এবং রাধানগর বোর্ড প্রাথমিক স্কুলের উদ্যোগে দশ দিনের ওই শিবির শুরু হয়েছে।

হাতে-কলমে: বিষ্ণুপুরের রাধানগর হাইস্কুলে। নিজস্ব িচত্র

হাতে-কলমে: বিষ্ণুপুরের রাধানগর হাইস্কুলে। নিজস্ব িচত্র

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ১৪:২০
Share: Save:

হঠাৎ গলায় খাবার আটকে গেলে, বিদ্যুৎস্পৃষ্ট হলে বা অন্য কোনও আপদকালীন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিলে অনেক সময়ে প্রাণ বেঁচে যায় বলে মত চিকিৎসকদের। কিন্তু সেই সংক্রান্ত ধারণা না থাকায় অনেক সময়েই দেরি হয়ে যায়। এ বারে পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দুর্ঘটনা এড়ানোর উদ্যোগ হল বিষ্ণুপুরে।

কী করে জীবন বাঁচানোর চেষ্টা করা যায় তা শেখাতে শিবির হল বিষ্ণুপুরের রাধানগর গ্রামে। শনিবার সকালে রাধানগর হাইস্কুল এবং রাধানগর বোর্ড প্রাথমিক স্কুলের উদ্যোগে দশ দিনের ওই শিবির শুরু হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ওই শিবিরে প্রশিক্ষণ নেবে প্রায় ১৭০০ পড়ুয়া। প্রশিক্ষণ দিচ্ছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির খানাকুল শাখার সদস্য ও রুরাল মেডিক্যাল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশনের সেনপুর রুরাল মেডিক্যাল লাইব্রেরির সদস্য অনিল সামন্ত এবং রাকেশ সর্দার। তাঁদের সাহায্য করছেন বিজ্ঞান কর্মী তথা রাধানগর বোর্ড প্রাথমিক বিদালয়ের শিক্ষক সৌম্য সেনগুপ্ত।

ম্যানিকুইনের মাধ্যমে এ দিন পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়। রাধানগর হাইস্কুলের নবম শ্রেণির ইষ্টপদ ভট্টাচার্য, ষষ্ঠ শ্রেণির মানা রায়, দ্বাদশ শ্রেণির শুক্লা রায়রা বলে, ‘‘অনেক কিছু শিখলাম। এখন এই শেখাটা আশপাশের অন্য মানুষজনের জীবন বাঁচাতে পারলেই সার্থক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE