Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লকেটের জামিন

তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত বিধানসভা ভোটের দিন বুথে ঢুকে তিনি প্রিসাইডিং অফিসারকে অসম্মানজনক কথা বলে সরকারি কাজে বাধা দিয়েছেন।

জামিনের পরে। —নিজস্ব চিত্র

জামিনের পরে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০১:২৩
Share: Save:

তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত বিধানসভা ভোটের দিন বুথে ঢুকে তিনি প্রিসাইডিং অফিসারকে অসম্মানজনক কথা বলে সরকারি কাজে বাধা দিয়েছেন।

ওই মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি নেত্রী তথা ময়ূরেশ্বর কেন্দ্রের পরাজিত প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জামিনের আবেদন মঞ্জুর করে লকেটকে আগামী ২১ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন রামপুরহাট আদালতের এসিজেএম অংশুমান চট্টোপাধ্যায়।

সরকারি আইনজীবী প্রশান্ত নায়েক জানান, গত ১৭ এপ্রিল ভোট প্রক্রিয়া চলাকালীন লকেটের বিরুদ্ধে ময়ূরেশ্বর বিধানসভার ৩০ নম্বর পোলিং বুথের (প্রচন্দপুর হাইস্কুল) ১ নম্বর রুমে অবৈধ ভাবে ঢুকে প্রিসাইডিং অফিসারকে সরকারি কাজে বাধা, অসম্মানজনক কথাবার্তা বলা এবং নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ রয়েছে। ওই মর্মে ময়ূরেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার দেবাশিস চট্টোপাধ্যায়। প্রশান্তবাবু বলেন, ‘‘অভিযুক্তের বিরুদ্ধে যে সব ধারায় মামলা হয়েছে, তার প্রত্যেকটিই জামিনযোগ্য। তাই বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।’’ লকেটের আইনজীবী সত্যেন দাসের যদিও ব্যাখ্যা, এক জন প্রার্থী ভোট চলাকালীন বুথ পরিদর্শনে যেতেই পারেন। সে ক্ষেত্রে প্রার্থী কোনও অবৈধ কাজ করেননি। তাঁর দাবি, ‘‘আমার মক্কেল ঘটনার দিন কেবল নিয়ম মেনে ভোট প্রক্রিয়া চলছে কিনা, সেটাই দেখতে গিয়েছিলেন। ভোটে অনিয়ম দেখে উনি প্রতিবাদ করেছিলেন। তাতে অন্যায়ের কিছু ছিল না।”

এ দিন সুশান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে রামপুরহাট আদালতে আসেন লকেট। জামিন মঞ্জুর হওয়ার পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। উল্টে আমার বিরুদ্ধে মামলা হয়। দেশের আইনের প্রতি আস্থা রয়েছে। তাই আত্মসমর্পণ করেছি। সুবিচারের অপেক্ষায় রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

locket chatterjee BJP Bail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE