Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অপেক্ষায় তারাপীঠ, মমতা রামপুরহাটেই

জেলায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ তাঁর হেলিকপ্টার নামে রামপুরহাট কিসানমান্ডির হেলিপ্যাডে। তাঁকে স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিংহ সহ অন্য সরকারি আধিকারিকেরা।

একান্তে: মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলাশাসক ও পুলিশ সুপার। নিজস্ব চিত্র

একান্তে: মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলাশাসক ও পুলিশ সুপার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০৪:১২
Share: Save:

জেলায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ তাঁর হেলিকপ্টার নামে রামপুরহাট কিসানমান্ডির হেলিপ্যাডে। তাঁকে স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিংহ সহ অন্য সরকারি আধিকারিকেরা।

হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী পৌঁছন রামপুরহাটে সার্কিট হাউসে। রাতে ছিলেন সেখানেই। এ দিকে মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী তারাপীঠ মন্দিরে যেতে পারেন, সেই সম্ভাবনায়মন্দির চত্বর ও আশপাশে পুলিশের তৎপরতা ছিল। তবে রাত পর্যন্ত মন্দিরে যাননি মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, আগামীকাল রামপুরহাটে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। আগামী কালই কুশুম্বা গ্রামে একটি বিয়েবাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

প্রশাসনিক সুত্রে জানা গিয়েছে, রামপুরহাটের সভায় বিভিন্ন সরকারি পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাষিদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে ধানও কিনবেন।

জেলা প্রশাসন সূত্রে খবর, সভামঞ্চে চার জন চাষির কাছ থেকে প্রায় ৮০ কুইণ্টাল ধান কিনবেন মুখ্যমন্ত্রী। ওই চার চাষির মধ্যে রয়েছেন রামপুরহাট নিশ্চিন্তপুরের দুলালচন্দ্র মণ্ডল। তাঁর কাছ থেকে ২৯.৯ কুইণ্টাল ধান কেনা হবে। সরকারি সহায়ক মূল্য বাবদ তিনি পাবেন ৫২ হাজার ৯২৩ টাকার চেক। কুশুম্বা গ্রামের পূর্ণ চাঁদের কাছ থেকে কেনা হবে ১৩ কুইণ্টাল ধান। যার সরকারি সহায়ক মূল্য ২৩ হাজার ১০ টাকা। এ ছাড়া রামপুরহাট থানার শিবদাসপুরের সোমনাথ দত্ত ও পাবরোখিয়া গ্রামের আকবর শেখের কাছ থেকেও ধান কিনবেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কুশুম্বা উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্রীর হাতে সবুজসাথী প্রকল্পের সাইকেল তুলে দেবেন মুখ্যমন্ত্রী। দু’জন উপভোক্তা পাবেন ডিজেল পাম্পসেট। রামপুরহাট থানার বড়শাল হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস ভট্টাচার্য পাবেন হাইজাম্প সেট। জিতেন্দ্রলাল পৌরমন্দিরের সম্পাদক সন্দীপ মণ্ডলের হাতে টেবিল টেনিস বোর্ড তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাঁচ জন পাবেন একতারা, খোল, ধামসা-মাদল।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই সভামঞ্চে রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩ জন ছাত্রীর হাতে কন্যাশ্রী প্রকল্পের নথি তুলে দেবেন মুখ্যমন্ত্রী। দু’জন উপভোক্তা পাবেন ই-রিকশা। দু’জন তাঁতি পাবেন বার্ধক্য ভাতা। উদ্যানপালন দফতরের তরফে ‘পাওয়ার টিলার’ কেনার জন্য দু’জন উপভোক্তাকে ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE