Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ডাইন অপবাদ আর নয়, উদ্যোগী মিসেস এশিয়া

সাপে কাটলে ওঝার কাছে নিয়ে যাওয়া, পরিণতিতে মৃত্যু— এখনও ঘটে পুরুলিয়ায়। রিঙ্কু ভকত চান, সেই ছবিটা বদলে দিতে।

সাক্ষাৎ: পুরুলিয়া সার্কিট হাউসে রিঙ্কু। বুধবার। ছবি: সুজিত মাহাতো

সাক্ষাৎ: পুরুলিয়া সার্কিট হাউসে রিঙ্কু। বুধবার। ছবি: সুজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০১:৩৮
Share: Save:

তাঁর শিক়ড় পুরুলিয়ায়। আলো ঝলমলে মঞ্চে তিনি পেয়েছেন মিসেস এশিয়া খেতাব। কিন্তু জেলার অনেক প্রত্যন্ত এলাকা থেকে এখনও খবরে উঠে আসে ডাইনি অপবাদে নির্যাতনের কথা। একঘরে করে রাখার কথা। সাপে কাটলে ওঝার কাছে নিয়ে যাওয়া, পরিণতিতে মৃত্যু— এখনও ঘটে পুরুলিয়ায়। রিঙ্কু ভকত চান, সেই ছবিটা বদলে দিতে। বুধবার পুরুলিয়া সার্কিট হাউসে গিয়ে তিনি দেখা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতোর সঙ্গে। জানালেন প্রত্যন্ত এলাকায় কুসস্কার দূরীকরণের কাজ করার ইচ্ছার কথা।

রিঙ্কু বলেন, ‘‘জেলায় এখনও ডাইনি প্রথা গেড়ে বসে রয়েছে। সেটাই দূর করা দরকার। এই যে বেগুনকোদর স্টেশনে ভূত ঘুরে বেড়ায় বলে রটল, তার পরে বিজ্ঞান মঞ্চ সেখানে রাত কাটিয়ে দেখাল সে সব মিথ্যা— আমিও এ ভাবে কাজ করতে চাই।’’

প্রান্ত বাংলার জেলা পুরুলিয়ার জল হাওয়ায় বেড়ে ওঠা রিঙ্কু প্রথমে মিসেস হিমাচল, তার পরে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। গত ডিসেম্বরে চিনের সাংহাইতে মিসেস এশিয়ার মুকুট ওঠে তাঁর মাথায়। দেশে ফিরে পুরুলিয়াতে এসেছেন রিঙ্কু। এখানেই স্কুলে পড়াশোনা। পুরুলিয়া শহর থেকেই কলেজের পাঠ।

বিয়ের পরে জেলার সঙ্গে যোগাযোগ কমে গিয়েছে বটে, কিন্তু এখনও নিজের মধ্যে যত্নে লালন করেন শিকড়কে। জানান, কলেজ জীবনে প্রত্যন্ত গ্রামের অনেক বান্ধবী ছিল তাঁর। তাঁদের জীবন, লড়াই— সব দেখেছেন কাছ থেকে। আপনার জন হয়ে।

রিঙ্কু বলেন, ‘‘জেলা এগিয়েছে, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু কুসংস্কার এখনও নির্মূল হয়নি। তাই কাজ করার ইচ্ছেটা আমাকে টেনে নিয়ে আসছে।’’

তবে কী ভাবে কাজ করবেন, সেই ব্যাপারে বিশদ কোনও পরিকল্পনা এখনও তাঁর নেই বলেই জানিয়েছেন রিঙ্কু। তিনি বলেন, ‘‘কী কাজ করা দরকার, কী ভাবে করলে ভাল হয়— এই সমস্ত জানতেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাঁর সঙ্গে কথা বলেই এগোব।’’

এ দিন রিঙ্কুর সঙ্গে বৈঠকের পরে শান্তিরামবাবু বলেন, ‘‘উনি কুসংস্কারের বিরুদ্ধে কাজ করতে চান। আমরা বলেছি, পরিকল্পনার কথা জানাতে। এ ছাড়া কিছু সংগঠন এই বিষয়টি নিয়ে কাজ করছে। তাঁদের সঙ্গেও কাজ করতে পারেন।’’

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কুসংস্কার বিরোধী আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে থাকি। একটা আক্ষেপ তো আছেই, সমস্ত শিক্ষিত মানুষজন আমাদের পাশে এখনও নেই। উনি এই লড়াইয়ে যোগ দিলে ভাল হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE