Advertisement
২৩ এপ্রিল ২০২৪
TMC

বিজেপি ছেড়ে তৃণমূলে, দাবি

এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন সুপুর অঞ্চলের ডাবর গ্রামের বিজেপি বুথ সভাপতি শঙ্কর মণ্ডল-সহ প্রায় শতাধিক কর্মী।’’ শঙ্করবাবু জানান, আগে তাঁরা তৃণমূলে ছিলেন। পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ‘ভুল বুঝতে পেরে’ ফের তৃণমূলে ফিরলেন।

পতাকা হাতে। নিজস্ব চিত্র

পতাকা হাতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
খাতড়া শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৪৮
Share: Save:

একশোর বেশি বিজেপি কর্মী তাদের দলে যোগ দিয়েছেন বলে বৃহস্পতিবার দাবি করল তৃণমূল। বাঁকুড়ার খাতড়া টাউন তৃণমূলের সভাপতি সুব্রত দে-র দাবি, এ দিন বেলা ১১টা নাগাদ দলের খাতড়া কার্যালয়ে ওই বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন।

খাতড়ার যুব তৃণমূল নেতা মোহন কর জানান, দলত্যাগী ওই বিজেপি কর্মীদের বাড়ি সুপুরে। এ দিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর জয়ন্ত মিত্র। তাঁর দাবি, ‘‘কয়েকদিন আগে সুপুর পঞ্চায়েতের এক বিজেপি সদস্য কয়েকজনকে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন সুপুর অঞ্চলের ডাবর গ্রামের বিজেপি বুথ সভাপতি শঙ্কর মণ্ডল-সহ প্রায় শতাধিক কর্মী।’’ শঙ্করবাবু জানান, আগে তাঁরা তৃণমূলে ছিলেন। পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ‘ভুল বুঝতে পেরে’ ফের তৃণমূলে ফিরলেন।

পক্ষান্তরে, বিজেপির খাতড়া মণ্ডল (১) সভাপতি আদিনাথ দে-র দাবি, ‘‘যাঁদের বিজেপি কর্মী বলে প্রচার করছে তৃণমূল, তাঁরা কেউ আমাদের দলের সাধারণ সদস্যও নন। আগে তাঁরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে তাঁরা নির্দল হয়ে ভোটে লড়েছিলেন। সুপুর পঞ্চায়েতের যে সদস্যকে বিজেপির বলে দাবি করছে তৃণমূল, তিনিও নির্দল হিসেবেই ভোটে জিতেছিলেন। বিজেপির সঙ্গে ওঁদের কোনও সম্পর্ক ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Khatra Bankura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE