Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোতাহারের ছেলে তৃণমূলে

ফের জেলায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। এবং এ বারও কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুরারই বিধানসভা কেন্দ্র থেকে।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ০১:৫৯
Share: Save:

ফের জেলায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। এবং এ বারও কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুরারই বিধানসভা কেন্দ্র থেকে। শুক্রবার বিকালে মুরারই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক আবদুর রহমানের মুরারইয়ের বাড়িতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুরারই বিধানসভা কেন্দ্রের ছ’ বারের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক প্রয়াত মোতাহার হোসেনের ছেলে ও মেয়ে। ছেলে মোসারফ হোসেন এলাকার সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন। আর মেয়ে নাজিরা বেগম কংগ্রেসের প্রতীকে জেতা মুরারই ২ পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য। মোতাহার হোসেনের ছেলে ও মেয়ে ছাড়া মুরারই ২ ব্লক কংগ্রেসের নেতৃত্ব-সহ আমডোল, পাইকর ২ পঞ্চায়েত এই দুই পঞ্চায়েতের কংগ্রেস নেতৃত্ব এবং জাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নুর আলম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের রামপুরহাট মহকুমার পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য। কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, ‘‘মোতাহার হোসেন ছিলেন আমাদের দলের অনেক বারের বিধায়ক। তাঁর স্মৃতির উদ্দেশ্যে কংগ্রেস কর্মীরা এখনও ওঁর জন্ম-মৃত্যু দিবস যথারীতি সাড়ম্বরে পালন করে আসে। নিজের ঘর ভেঙে পরের ঘরে বাবার স্মৃতিচারণের অনুষ্ঠান আর করতে পারবে কিনা সন্দেহ থাকল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Motahar Hossain TMC Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE