Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রেলের খাবারে এ বার আরশোলা

নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে ক্ষোভ জানালেন শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের একাংশ। শনিবার বোলপুর স্টেশনে ট্রেন থামতেই বিষয়টি প্রথমে টিটির নজরে আনেন এক যাত্রী। পরে রেলমন্ত্রী সুরেশ প্রভুর টুইটার অ্যাকাউন্টে আরশোলা থাকা খাবারের ছবি তুলে অভিযোগ জানান

নিজস্ব সংবাদদাতা
বোলপুর: শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০১:০৯
Share: Save:

নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে ক্ষোভ জানালেন শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের একাংশ। শনিবার বোলপুর স্টেশনে ট্রেন থামতেই বিষয়টি প্রথমে টিটির নজরে আনেন এক যাত্রী। পরে রেলমন্ত্রী সুরেশ প্রভুর টুইটার অ্যাকাউন্টে আরশোলা থাকা খাবারের ছবি তুলে অভিযোগ জানান। ঘটনার লিখিত অভিযোগও জানানো হয়েছে।

রেল সূত্রের খবর, নিউ জলপাইগুড়ি-হাওড়া ডাউন শতাব্দী এক্সপ্রেসের সি-৩ কামরার দুই নম্বর সিটে ছিলেন কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা সমরেশ দে।

পেশায় একটি প্লাস্টিক কোম্পানির মার্কেটিং ম্যানেজার সমরেশবাবু হাওড়া ফিরছিলেন। ওই কামরায় ৩ ও ৪ নম্বর সিটে থাকা সমরেশবাবুর সহযাত্রী ছিলেন ওদেলাবাড়ির বাসিন্দা পেশায় ব্যবসায়ী বিশ্বজিত নন্দী। বিশ্বজিতবাবু বলেন, ‘‘টিফিনে বাটার টোস্ট, অমলেট, ঠান্ডা পানীয় দিয়েছিল রেলের সংশ্লিষ্ট খাবার সরবরাহকারী সংস্থা। তখনই সমরেশবাবুর প্যাকেট খুলে দেখা যায়, খাবারে রয়েছে মৃত আরশোলা।’’ বিষয়টির কথা সহযাত্রীদের জানান সমরেশবাবু।

সকলের পরামর্শে বিশ্বজিৎবাবু লিখিত ভাবে অভিযোগ জানান ওই কামরার টিটিকে। ওই খাবার প্যাকেটের ছবি তুলে টুইটারে রেলমন্ত্রীর কাছে অভিযোগও জানান দু’জনে। যাত্রীদের ক্ষোভ, হাজার হাজার টাকা খরচ হচ্ছে। অথচ কখনও শীতাতপ নিয়ন্ত্রিত কামরার এ সি খারাপ, আবার কখনও খবারে আরশোলা দেখা যাচ্ছে। বোলপুর স্টেশন কর্তৃপক্ষের দাবি, কোনও অভিযোগ তাঁরা পাননি। কোনও বিক্ষোভও হয়নি।

চোর সন্দেহে মার। সাইকেল চোর সন্দেহে এক যুবককে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম রাজু শেখ। তার বাড়ি ইলামবাজার থানা এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shatabdi express irctc bolepur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE