Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Murder

পারিবারিক বিবাদ, বৃদ্ধ খুন ওন্দায়

জমিতে চাষের কাজ দেখতে যাওয়ার পথে এক বৃদ্ধকে কুপিয়ে খুন করার অভিযোগ ওন্দায়।

ঘটনার পরে চূড়ামণিপুর গ্রামে পুলিশ। নিজস্ব চিত্র

ঘটনার পরে চূড়ামণিপুর গ্রামে পুলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ওন্দা শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৩:২৪
Share: Save:

জমিতে চাষের কাজ দেখতে যাওয়ার পথে এক বৃদ্ধকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওন্দার চূড়ামণিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত রবীন্দ্রনাথ মণ্ডল (৬৫) চূড়ামণিপুরেরই বাসিন্দা। তাঁর দূর সম্পর্কের আত্মীয়, ওই গ্রামেরই বাসিন্দা গোপাল মণ্ডল ও গোপালের দুই ছেলে রঘুনাথ এবং সোমনাথের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা ফেরার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ও গোপালদের পরিবারের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়েই গন্ডগোল। মাস তিনেক আগে রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ মণ্ডলের উপরে গোপালের ছেলেরা চড়াও হয় বলে অভিযোগ। সেই সময়ে কোনও মতে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন রথীন্দ্রনাথ। ওই ঘটনার পরেই গ্রাম ছেড়ে স্ত্রী তনুশ্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেলিয়াতোড়ে চলে যান রথীন্দ্রনাথ। চূড়ামণিপুরে স্ত্রী করুনাকে নিয়ে থাকতেন রবীন্দ্রনাথ।

সোমবার সকালে করুনাকে ছেলের কাছে বেলিয়াতোড়ে পাঠান রবীন্দ্রনাথ। স্ত্রীকে বাসে তুলে দিয়ে বাড়ি ফিরে চাষ জমির দিকে যাচ্ছিলেন। তাঁর জমির অদূরেই গোপালের জমি। ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানাচ্ছেন, সেই সময়ে গোপাল তাঁর দুই ছেলেকে নিয়ে জমিতে চাষ করছিলেন। রবীন্দ্রনাথকে একা যেতে দেখেই তিন জন তাঁর উপরে চড়াও হন। কোদাল, কাঠ নিয়ে হামলা চলে। কোপ মারা হয় শরীরের বিভিন্ন জায়গায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবীন্দ্রনাথ। গ্রামবাসী ছুটে এলে ছেলেদের নিয়ে চম্পট দেন গোপাল। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারাই রবীন্দ্রনাথকে উদ্ধার করে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনায় ক্ষোভ ছড়ায় গ্রামবাসীর মধ্যে। ক্ষুব্ধ জনতা চড়াও হয় গোপালের বাড়িতে। পুলিশ এসে গোপালের পরিবারের লোকজনকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। গ্রামবাসীর অভিযোগ, “রঘুনাথ এলাকায় মস্তানি করে বেড়ায়। যার তার উপরে হামলা চালায়। এর আগেও অনেকের সঙ্গে ঝামেলা করেছে।’’ গ্রামবাসীর একাংশের দাবি, রঘুনাথ নিজেকে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি করে। তাঁর বিরুদ্ধে গ্রামের লোকজন স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। যদিও তৃণমূলের নিকুঞ্জপুর অঞ্চল সভাপতি রাহুল মুখোপাধ্যায় বলেন, “গত বিধানসভা নির্বাচনের সময়ে রঘুনাথ দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থীর হয়ে ভোটে প্রচার করেছিল। তার পর থেকেই ওর সঙ্গে দলের আর কোনও সম্পর্ক নেই।”

এ দিন বারবার চেষ্টা করেও রঘুনাথ বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাবার খুনিদের কড়া শাস্তির দাবি তুলেছেন রথীন্দ্রনাথ। ওন্দা থানায় তিন জনের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের করেছেন তিনি। রথীন্দ্রনাথের শ্যালক প্রিয়তোষ কুণ্ডু বলেন, “রঘুনাথরা অনেক বার এই পরিবারের উপরে হামলা চালিয়েছে। শেষ পর্যন্ত খুনই করে ফেলল। দ্রুত ওদের গ্রেফতার করা হোক।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Land Dispute Murder Onda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE