Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘অস্ত্র’ হাতে বিজেপির মিছিলে, ধৃত

এক দিন পরে তৃণমূলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রঘুনাথপুর থানার দুরমুট গ্রামের বাসিন্দা দিলীপ কৈবর্ত্যকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এই ছবিটিই প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নিজস্ব চিত্র

এই ছবিটিই প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০১:১২
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা গিয়েছিল, বিজেপির মিছিলে এক হাতে দলীয় ঝান্ডা অন্য হাতে বন্দুক নিয়ে চলেছেন এক জন। ঘটনার এক দিন পরে তৃণমূলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রঘুনাথপুর থানার দুরমুট গ্রামের বাসিন্দা দিলীপ কৈবর্ত্যকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার রঘুনাথপুর আদালতে তোলা হলে দিলীপের জেল হাজতের নির্দেশ হয়। পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।”

তবে বিজেপি নেতৃত্বের দাবি, যা নিয়ে বিতর্ক সেটা আসলে খেলনা বন্দুক। বন্দুক বা খেলনা—কিছুই এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। দিলীপ কৈর্বত্যকে তাঁদের সমর্থক বলে উল্লেখ করলেও বিজেপির দাবি, তিনি মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নন। দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘এলাকায় খোঁজ নিলেই জানা যাবে দিলীপ কৈর্বত্য মানসিক ভাবে অসুস্থ। যে ভাবে তাঁকে তৃণমূল রাজনীতি করে গ্রেফতার করাল সেটা ভাবা যায় না। বিজেপিকে আটকাতে তৃণমূল যতটা নীচে সম্ভব নামতে শুরু করেছে।’’

গত বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমাশাসকের কার্যালয়ে অভিযান কর্মসূচি ছিল বিজেপির। ছিলেন মুকল রায় ও দলের রাজ্য ও জেলা কমিটির গুরুত্বপূর্ণ নেতারা। রঘুনাথপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে ছিল বিজেপি। মিছিলের মাঝামাঝি ছিলেন দিলীপ কৈবর্ত্য। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের মোড় থেকে এসডিও অফিসের দিকে ঘোরার কিছু পরেই দেখা যায় এক হাতে বিজেপির ঝান্ডা ও অন্য হাতে বন্দুক নিয়ে মিছিলে স্লোগান দিতে দিতে যাচ্ছেন এক ব্যক্তি।

সন্ধ্যার পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বির্তক শুরু হয় রাজনৈতিক মহলে। বিশেষত তৃণমূলের নেতা কর্মীরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছবিটি প্রচার করেন। বিজেপি নেতৃত্ব তখন দাবি করেছিলেন বন্দুকটি খেলনা। শুক্রবার যুব তৃণমূলের পুরুলিয়ার কার্যকরী সভাপতি প্রণব দেওঘরিয়া রঘুনাথপুর থানায় ঘটনা ও ব্যক্তির বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে পুলিশ দিলীপকে গ্রেফতার করে।

প্রণবের দাবি, তিনি সোশ্যাল মিডিয়াতে বিজেপির মিছিলে বন্দুক ও বিজেপির ঝান্ডা হাতে ওই ব্যক্তির ছবি দেখতে পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের পরে রঘুনাথপুর এলাকায় বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। প্রকাশ্য মিছিলে বন্দুক হাতে ঘুরছেন বিজেপির কর্মীরা। সেই প্রক্ষিতেই অভিযোগ করেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE