Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মাওবাদী লিঙ্কম্যান অভিযোগে ধৃত দুই

মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে পুরুলিয়ার বলরামপুর থেকে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের নাম খড়ি হাঁসদা ও মুটরু হাঁসদা। দু’জনেই বলরামপুর থানার খেঁকরিডি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে তাঁদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ১৭:২৪
Share: Save:

মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে পুরুলিয়ার বলরামপুর থেকে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের নাম খড়ি হাঁসদা ও মুটরু হাঁসদা। দু’জনেই বলরামপুর থানার খেঁকরিডি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে তাঁদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘সোমবার বলরামপুর থানার মাহালিটাঁড়ের যে তিনজনকে উরমা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়, তাঁদের জেরা করেই এই দু’জনের নাম পাওয়া গিয়েছে। বাড়ি থেকেই তাঁদের গ্রেফতার করা হয়।’’ তাঁর দাবি, ধৃতদের কাছ থেকে মাওবাদী নামাঙ্কিত ব্যানার ও পোস্টার মিলেছে।’’ উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাওবাদীদের শহিদ সপ্তাহ। সে জন্য সম্প্রতি পোস্টারও পড়ে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। তারই সূত্র ধরে ওই পাঁচজনকে ধরা হয়েছে বলে পুলিশ কর্তাদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police maoist purulia balarampur urma station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE