Advertisement
২৪ এপ্রিল ২০২৪
আসতে পারেন বোলপুরেও

জেলা সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

জানুয়ারির প্রথম সপ্তাহে তিন দিনের জেলা সফরে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সম্ভাব্য সফর ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। রবিবার তা নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের  শীর্ষকর্তারা। তবে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি ঠিক কী রকম, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানাতে চাননি প্রশাসনের কর্তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০১:৩৪
Share: Save:

জানুয়ারির প্রথম সপ্তাহে তিন দিনের জেলা সফরে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সম্ভাব্য সফর ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। রবিবার তা নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। তবে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি ঠিক কী রকম, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানাতে চাননি প্রশাসনের কর্তারা।

তবে প্রশাসনের একটি সূত্রেই জানা গিয়েছে, ২ জানুয়ারি, বুধবার বোলপুরে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করার কথা। বৃহস্পতিবার ইলামবাজার-বোলপুর রাস্তার পাশে ভিআইপি মোড়, কামারপাড়া লাগোয়া

মাঠে সভা করতে পারেন তিনি। সভামঞ্চ থেকে বাউল ও লোক উৎসবের সূচনা এবং জঙ্গলমহল কাপ, রাঙামাটি স্পোর্টস উৎসবের পুরস্কার বিতরণও করবেন।

প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, এ ছাড়া ওই মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করার কথা মুখ্যমন্ত্রীর। গত তিন বছর ধরে জয়দেব মেলার আগে বা পরে জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী। জয়দেব লাগোয়া টিকরবেতায় গ্রাম লাগোয়া কৃষিজমিতে একই ধরনের সভা করছেন। এ বারই প্রথম টিকরবেতার বদলে ইলামবাজার থানা এলাকার কামারপাড়া মোড়ে সভা হতে পারে। প্রথম বার সেখানে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে ব্যস্ত প্রশাসনিক কর্তা থেকে দলের নেতারা। দলের অন্দরমহলের খবর, প্রচুর জমায়েত করতে হবে— সেই লক্ষ্যপূরণের সব ব্যবস্থাও পাকা।

জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত। প্রশাসনিক বৈঠকের পর দিনের সভায় প্রচুর মানুষ আসবেন।’’ তৃণমূল সূত্রের খবর, ওই সভায় বীরভূমের জন্য একটি বিশাল মাপের জল প্রকল্পের ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভার জন্য ১ লক্ষ বর্গফুটের মণ্ডপ তৈরি করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে যত বেশি সম্ভব উপভোক্তাকে পরিষেবা প্রদান ও জাঁকপূর্ণ অনুষ্ঠানের জন্য ওই জায়গাটি বাছা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা ও জেলার প্রায় ৩ হাজার বাউল

ও লোকশিল্পী ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।

তবে মুখ্যমন্ত্রী কী ভাবে জেলায় আসবেন, তা এখনও স্পষ্ট নয়। মোট তিনটি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। একটি বিশ্বভারতীর কাছে। অন্য দু’টির একটি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পিছনের মাঠে, অন্যটি সভামঞ্চের কাছে করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এখন থেকেই। প্রশাসনিক সূত্রে খবর, ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী বীরভূম থেকে রওনা হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE