Advertisement
১৭ এপ্রিল ২০২৪

পরিবেশ দিবসে বোলপুরে নানা অনুষ্ঠান

আজ রবিবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বোলপুরে শুরু হচ্ছে নানা অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০১:৫১
Share: Save:

আজ রবিবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বোলপুরে শুরু হচ্ছে নানা অনুষ্ঠান।

বোলপুরের নৃত্য নিকেতন ড্যান্স গ্রুপ এন্ড স্কুলের উদ্যোগে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। বোলপুরের ত্রিশুলাপট্টী দুর্গা মাতা ক্লাব প্রাঙ্গনে অঙ্কন, কুইজ, পরিবেশ বিষয়ক আবৃত্তির অনুষ্ঠান রয়েছে। এ দিনের গুরুত্বকে সামনে রেখে পরিবেশ বিষয়ক সমাজ সচেতনমুলক কর্মসূচি হিসেবে এলাকায় বৃক্ষরোপণ, জল অপচয় বন্ধ করার আর্জি থাকছে উদ্যোক্তাদের। অনুষ্ঠানে ছন্নছাড়া নাট্যগোষ্ঠীর মুখোশ নৃত্য, ঋত্বিক একাডেমীর আবৃত্তি উপস্থাপন। উদ্যোক্তাদের পক্ষে অভিষেক দত্ত বলেন, ‘‘পরিবেশ বিষয়ক জন সচেতনতা গড়ে তুলতে আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মনে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ হেন আয়োজন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকছে মুর্শিদাবাদের রায়বেঁশে একাডেমীর উদ্যোগে রাতের অনুষ্ঠান রায়বেঁশে।’’ অন্যদিকে, বোলপুর পুরসভার জনশিক্ষা কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে, পরিবেশ বিষয়ক সচেতনতা গড়ে তুলতে পুরসভা থেকে একটি পদযাত্রার আয়োজন হয়েছে। রয়েছে পুরসভার উৎসর্গ অনুষ্ঠান মঞ্চে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও।

চুরিতে ধৃত। মোটরবাইক চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নইমুদ্দিন শাহ। বাড়ি বীরভূমের নবগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু দিন ধরেই দুর্গাপুর থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোটরবাইক চুরির অভিযোগ আসছিল। তদন্তে নেমে পুলিশ বীরভূম থেকে নইমুদ্দিনকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

environment day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE