Advertisement
১৬ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীকে প্রস্তাব

কী ভাবে খরচ কমিয়ে রেলের অপারেটিং রেশিও আরও কমানো যায়, সেই ব্যাপারে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপিত করলেন ডিআরএম (আদ্রা) অনশূল গুপ্ত।

নিজস্ব সংবাদদাতা
আদ্রা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০০:৫৮
Share: Save:

কী ভাবে খরচ কমিয়ে রেলের অপারেটিং রেশিও আরও কমানো যায়, সেই ব্যাপারে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপিত করলেন ডিআরএম (আদ্রা) অনশূল গুপ্ত। রবিবার আদ্রার রেল কর্তৃপক্ষ প্রেস বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। গত মাসে রেল মন্ত্রক কর্মী ও আধিকারিকদের কাছে রেলের উন্নয়ন সংক্রান্ত পরামর্শ চেয়ে পাঠিয়েছিল। তার মধ্যে থেকে আদ্রা ডিভিশনের থেকে পাঠানো একটি-সহ মোট আটটি প্রস্তাব মনোনীত হয়েছে। শুক্রবার থেকে হরিয়ানার সুরজকুণ্ডে তিন দিনের বিকাশ শিবির শুরু হয়েছে। সেখানে রেল মন্ত্রকের সামনে মনোনীত প্রস্তাবগুলি উপস্থাপিত করছেন রেলের আধিকারিকরা। রেলের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার ওই শিবিরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে রেলের খরচ কমিয়ে আয় বাড়ানোর প্রস্তাবটি উপস্থাপন করেছেন আদ্রার ডিআরএম। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে রেলের অপারেটিং রেশিওর গড় ৯০ শতাংশের বেশি হলেও আদ্রার ক্ষেত্রে সেই হার ৪৩.৯৩ শতাংশ। অর্থাৎ একশো টাকা আয় করতে আদ্রা ডিভিশনে রেল খরচ করে কমবেশি ৪৪টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Proposal pm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE